নুরসেলিম লস্কর, বাসন্তী: জমি জায়গা কে কেন্দ্র করে বিবাদের জের! শাবল দিয়ে ভাইপো কে রক্তাক্ত করে আত্মঘাতী হলেন কাকা। বুধবার সকালে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত সজিনাতলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে কাকা নবকুমারের সঙ্গে ভাইপো সুবীরের বিবাদ চলছিল। বুধবার সকালেও দুজনের মধ্যেই এই নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, তখন ঐ আচমকা শাবল দিয়ে ভাইপোর মাথায় আঘাত করেন কাকা। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভাইপো সুবীর। আর রক্তাক্ত অবস্থায় ভাইপোকে দেখে অনুশোচনায় ভুগতে থাকে কাকা নবকুমার। আর এরপরই নিজের ঘরে ঢুকে করাত দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন কাকা নবকুমার। আর এই ঘটনায় চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় প্রতিবেশীরা ছুটে আসে এবং সেখান থেকে দুজনকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কাকা নবকুমারকে(৪০) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং ভাইপো কে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে আশংকা জনক অবস্থায় তিনি কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আর এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে নব কুমারের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বাসন্তী থানার পুলিশ আধিকারিকরা। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।