শারদীয়ার মাঝে ক্যানিংয়ে চুরির ঘটনা, এলাকায় চঞ্চল্য !

নুরসেলিম লস্কর, ক্যানিং: বাঙালি এখন মেতে রয়েছে তাঁদের শ্রেষ্ঠ উৎসব শারদীয়ার। রোজ নিয়ম করে কেউ বেরোচ্ছেন ঠাকুর দেখতে তো কেউ আবার সপরিবারে বাইরে যাচ্ছেন বেড়াতে। আর সেই সুযোগে ফাঁকা বাড়ি ফাঁকা করে দিচ্ছে চোরেরা। আর বুধবার রাতে তেমনি ঘটনার স্বাক্ষী থাকলো ক্যানিং কে সি গার্ডেনের বাসিন্দা দেবাশীষ সেন। গত অষ্টমীর দিন সপরিবারে তাঁনারা বেরিয়েছিলেন ঠাকুর দেখতে কিন্তু ঠাকুর দেখে বাড়ি ফেরেননি তারা। সেখান থেকে চম্পাহাটিতে মেয়ের বাড়িতে চলে যান দেবাশীষ বাবুরা। সেখানে কয়েকদিন কাটিয়ে বুধবার রাতে বাড়ি ফিরে চক্ষু চড়কগাছ হয়ে যায় দেবাশীষ বাবুর। সদর দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকতে গেলে দেখেন ঘরের অপর দরজাটি ভিতর থেকে বন্ধ করা রয়েছে। তারপর এই ঘটনায় সন্দেহ হতেই দেবাশীষ বাবু বাড়ি আসে পাশে দেখতে গেলে দেখেন যে, বাড়ির একটি জানালার দুটি গ্রিল ভাঙ্গা রয়েছে এবং ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাসপত্র থেকে শুরু করে আলমারির সব জিনিসপত্র। তারপর দেবাশীষ বাবুর চিৎকার চেঁচামেচিতে আশপাশের প্রতিবেশীরা জড়ো হয় দেবাশীষ বাবুর বাড়িতে। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেবাশীষ বাবু এবং তার স্ত্রী জানান, ” তাদের কয়েক লক্ষ টাকা নগদসহ সোনার গহনা থেকে শুরু করে বাড়ির বিভিন্ন দামী আসবাস পত্র চুরি গিয়েছে। আর এই ঘটনা জানাজানি হতেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। সেই সঙ্গে ঐ রাতে ক্যানিং থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ। এসে,এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি ঐ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন