নুরসেলিম লস্কর, সুন্দরবন : রাতের অন্ধকারে সুন্দরবনের গভীর জঙ্গলে দীর্ঘক্ষণ চললো গুলির লড়াই। চোরাশিকারীদের হাতে খুন বনকর্মী, প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ বাকি সঙ্গীদের। শনিবার রাত্রে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীনস্থ নেতাধপানি ক্যাম্প এলাকায়।
বনদপ্তর ও পুলিশ সূত্রে খবর, নিহত বনকর্মীর নাম অমলেন্দু হালদার(৫৯) দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বাসিন্দা। জানা গিয়েছে, প্রত্যেক রাত্রের মতো শনিবার রাত্রেও বোট নিয়ে জঙ্গল পাহারা দিতে বের হয়েছিলেন অমলেন্দু বাবু। সঙ্গে ছিলেন আরও তিনজন সঙ্গী ও বোটের দুজন কর্মী। আর পাহারা দেওয়ার সময় সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণ শিকারিরা তাঁদের মুখোমুখি পড়ে যায় বলে খবর। তখন দু’পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক গুলির লড়াই । যদিও পুলিশ জানাচ্ছে দেহে গুলির চিহ্ন নেই। পরে তাঁকে কোপানো হয় বলেও মনে করা হচ্ছে। কারণ তাঁর মাথায় কুড়ুলের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এদিকে বোটে থাকা আরও পাঁচ কর্মী তখন নদীতে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই আমল বাবুর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সুন্দরবন কোস্টাল থানায় পুলিশ।
আর এই বিষয়ে এসডিপিও রামকুমার মণ্ডল জানান, দেহে গুলির চিহ্ন নেই। ধারাল কিছুর আঘাতে মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গোটা বিষয়টি তজন্ত করে দেখা হচ্ছে”।