বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার: ইন্টার ন্যাশনাল স্তরে ভালো ফলাফলের জন্য অনেক আশা নিয়ে পারি দিতে যাচ্ছেন মগরাহাট প্রান্তিক এলাকার প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান ক্যারাটের ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গল গজু রিই ক্যারাটে এসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এর আমন্ত্রণে ২৬ ও ২৭ জুনে তাদের মধ্যে ১১ জন ইন্টার ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগামী ২৫ শে জুন সকালে শিলিগুড়ির উদ্দেশ্যে রওয়ানা দেবেন। তারই আগে মগরাহাট কলেজ মাঠ প্রাঙ্গণে চলছে প্রস্তুতি। এই ইন্টার ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় ভারত,বাংলাদেশ,নেপাল ও শ্রীলঙ্কা এই চারটি দেশ অংশগ্রহণ করবেন।
ইউনাইটেড শতকান ক্যারাটে এসোসিয়েশন অফ ওয়েষ্ট বেঙ্গলের প্রেসিডেন্ট সিহান: আর এ সরদার ১৯৯০ সাল থেকে এখনো পর্যন্ত প্রাকটিস করাচ্ছেন, সেই নিয়ে তিনি আশাবাদী তার ছাত্র ছাত্রী এই ইন্টার ন্যাশনাল স্তরে ক্যারাটে প্রতিযোগিতার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন, গোল্ড মেডেল নিয়ে বাড়ি ফিরবেন বলে আশা করছেন তিনি। সিহান আর এ সরদার তিনি জানান প্রচুর ক্যারাটে প্রতিভা গ্রামের দিকে আছে তারা যদি আমাদের সংস্থার সুযোগ সুবিধা পায় এবং ভালো প্রশিক্ষণের ব্যবস্থা পায়,আগামী দিনে এরা বিভিন্ন দেশে ন্যাশনাল গেম,ইন্টার ন্যাশনাল গেম,অলিম্পিক আছে এরা পদক জয় করতে পারে এবং দেশের গৌরব অর্জন করতে সক্ষম। তিনি আরও বলেন বিদেশে খেলতে গেলে অনেক অর্থেরও প্ৰয়জন, আমরা থেমে থাকি নাই আমাদের সংগঠন, মার্শাল আর্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং ইউনাইটেড শতকান ক্যারাটে এসোসিয়েশন অফ ওয়েষ্ট বেঙ্গল এর যৌথ উদ্যোগে এলাকার পিছিয়ে পড়া ক্যারাটে প্রতিভাবান ছেলে মেয়েদের জন্য ইনডোর ক্লাস বিবেকানন্দ শিশু বিদ্যামন্দির ও মগরাহাট কলেজ মাঠে বিশেষ প্রশিক্ষণ শিবির করা হয়। যাতে এরা এখন থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে দেশের হয়ে কিছু করতে পারে সেটাই আমাদের দেশের গৌরব। শিলিগুড়ি তে ইন্টার ন্যাশনাল স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় ১১ প্রতিযোগী সহ মোট ১৫ জন সদস্য রওনা দেবেন।