পরিযায়ী শ্রমিক কে পিটিয়ে খুন

নিজস্ব প্রতিনিধিঃ গত ২৭শে আগস্ট হরিয়ানা রাজ্যে কাজ করতে যাওয়া এক পরিযায়ী শ্রমিক কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গো রক্ষা কমিটির সদস্যদের বিরুদ্ধে এ বিষয়ে হরিয়ানার বাড্ডা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেখানকার কিছু লোকাল লোকের ফোন থেকে ভিডিও সংগ্রহ করা হয় সেই মারামারিটি যেখানে থানা উল্লেখ করছে যে বাড্ডা বাসস্ট্যান্ড এলাকায় একটি মারামারি ঘটনা ঘটে ২৭ তারিখেই বিকেল চারটে কুড়ি নাগাদ পুলিশ পার্শ্ববর্তী একটি এলাকা থেকে দেহ উদ্ধার করে পরে হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । তবে এ বিষয়ে পরিবারের লোক জানাচ্ছেন যে মৃত ওই ব্যক্তিকে হরিয়ানার কয়েকজন গোরক্ষা কমিটির সদস্য পিটিয়ে মেরে ফেলেছে গরুর মাংস বা মাংস ভক্ষণ করার কারণে তবে তারা এ বিষয়ে জানাচ্ছেন তারা কোন গরুর মাংস খেত না । এ বিষয়ে স্থানীয় বাসন্তী প্রধান শ্রীদাম মণ্ডল জানাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে বহু মাইগ্রেন ওয়ার্কার বিভিন্ন রাজ্যে কাজে যান কিন্তু এই ধরনের ঘটনা মর্মান্তিক তিনি এই বিষয়ে স্থানীয় সাংসদ প্রতিমা মন্ডল কে বিষয়টি জানিয়েছেন পরবর্তীকালে সাংসদে যাতে এই বিষয়ে নিয়ে প্রশ্ন ওঠে তার জন্য আবেদন জানিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত এই অভিযোগ জানানোর জন্য দলীয়ভাবে উচ্চ আধিকারিকদের জানানো হয়েছে যাতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ঘটনার বিবরণ ও কেন ঘটল তার কারণ জানতে পারেন এবং পরবর্তীতে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য আগাম কোন ব্যবস্থা গ্রহণ করার আশা রাখেন এমনটাই জানাচ্ছেন এলাকার প্রধান

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন