হরিয়ানা তে গোরক্ষক কমিটির সদস্যদের হাতে নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি

নুরসেলিম লস্কর,বাসন্তী : হরিয়ানায় গো মাংস খাওয়ার অভিযোগ গোরক্ষক কমিটির সদস্যদের হাতে নিহত বাসন্তীর পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের বাড়িতে আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী।
প্রসঙ্গত, গত ২৭ শে অগাস্ট এদেশের হরিয়ানা রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজের জন্য পাড়ি দেওয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর সাবির মল্লিক কে গো মাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে মারে হরিয়ানার গো রক্ষক কমিটির সদস্যরা। তার পর থেকে কেটে গিয়েছে একটা সপ্তাহ এরই মধ্যে নিহত ঐ পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে এসে দেখা করে গিয়েছেন এরাজ্যের শাসক দলের রাজ্য সভার সংসদ তথা রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের চেয়ারম্যান সামিরুল ইসলাম আর আজ সোমবারে ঐ নিহত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে বাসন্তীতে আসলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী।

তিনি নিহত ঐ শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করে তাদেরকে পাশে থাকার আশ্বাস দেন এবং তার পাশাপাশি এই ঘটনা সম্পর্কে তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন,” যে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে এখনো কোনো অনুদান এই নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারকে দেয়নি! শুধুমাত্র চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন কিন্তু কি চাকরি দেওয়া হবে তাও স্পষ্ট করে বলেননি! সেই সঙ্গে এর পাশাপাশি হরিয়ানা সরকারের কাছে তদন্ত প্রক্রিয়া কেমন চলছে? তা জানার জন্য রাজ্যের কোন প্রতিনিধি দলও পাঠানো হয়নি! আর তাতেই বোঝাই যাচ্ছে এই ঘটনার তদন্ত কতটা হবে? “। আর রাজ্যের সমালোচনা করার পাশাপাশি তিনি এদিন মুখ্যমন্ত্রীকেও নিশানা করে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে কেন এখনো কোন টুইট বা প্রেস বিজ্ঞপ্তি জারি করেননি? বা এই ঘটনা নিয়ে মুখ খোলেননি?। আর আইএসএফ বিধায়কের এই চড়া সুরের পরেই আরএসএফ রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয় যে এই ঘাটনার প্রতিবাদে তারা ৩রা সেপ্টেম্বর বিকাল ৪টা ৩০ মিনিট থেকে কলকাতার ধর্মতলার গান্ধীমূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ করবে বলে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন