নুরসেলিম লস্কর, বাসন্তী : সাত-সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বাসন্তীতে। জন্মদিনের দিনে প্রাণ গেল এক যুবকের। মঙ্গলবার সকাল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে ভাঙ্গনখালি বাজার সংলগ্ন বাসন্তী হাইওয়ের উপরে।
স্থানীয়সূত্রে জানাগিয়েছে,’বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার তালদা গ্রামের বাসিন্দা রাহুল সাফুঁই (২০) বাড়ির পূজা ও তার নিজের জন্মদিন উপলক্ষে বাসন্তীর সোনাখালির তার এক আত্মীয় বাড়িতে থেকে বাইক চালিয়ে নিজের বাড়ি অর্থাৎ আমঝাড়ার দিকে আসছিলো ঠিক তখনই ক্যানিংয়ের দিক থেকে বাসন্তীর দিকে যাওয়া একটি কীটনাশক বোঝায় লরির সাথে বাসন্তী হাইওয়ের ভাঙ্গনখালি বাজারের কাছে ঐ কীটনাশক বোঝায় লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রাহুলের বাইকের! দুর্ঘটনা স্থলে মৃত্যু হয় রাহুলের। আর ঘটনা স্থল ছেড়ে লরি নিয়ে বাসন্তীর দিকে পালিয়ে যায় লরির চালক। তবে স্থানীয়দের সাহায্যে বাসন্তী থানার পুলিশ দুটি বাইক নিয়ে ঐ লরির পিছনে ধাওয়া করে বাসন্তীর সোনাখালি থেকে গাড়িটিকে আটক করলেও চালক পলাতক। সেই সঙ্গে দুর্ঘটনা স্থল থেকে মৃতদেহ টি উদ্ধার করে বাসন্তী থানায় নিয়ে যায় পুলিশ।
আর এই খবর জানাজানি হতেই রাহুলের পরিবার সহ এলাকার নেমে এসেছে শোকের ছায়া! যেমন, রাহুলের এই নিহত হওয়ার খবর পেয়ে তার এক বন্ধু আমাদের কে বলেন, “রাহুলের পিতা একবছর আগেই যায়। তার পর থেকে সংসারের সমস্ত ভার গিয়ে পড়ে রাহুলের কাঁদে! তবে সেই ভার কিন্তূ হাঁসি মুখে কাঁধে তুলে নিয়ে বৃদ্ধ ঠাকুমা ও মা কে সঙ্গে নিয়ে বেশ ভালোই চলছিল ওদের ! তবে সেই দায়িত্ব বেশি দিন পালন করতে পারলো না রাহুল! কে জানতো নিজের জন্মদিনের দিন এভাবে সবাই কে ফাঁকি দিয়ে রাহুল পাড়ি দেবে ওর বাবার কাছে, সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে অমন সদা হাঁসি, খুশি থাকা ছেলেটা আর আমাদের মধ্যে নেই “!