বাসন্তীর নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রী পেলেন চাকরি! নিয়োগ পত্র তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী

নুরসেলিম লস্কর, বাসন্তী : হরিয়ানায় নিহত দক্ষিণ ২৪ পারগানা জেলার বাসন্তীর পরিযায়ী শ্রমিক সাবির মাল্লিকের স্ত্রী কে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাসন্তীর নিহত ঐ পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ঐ নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রী শাকিলা সরদার মাল্লিক ও তার চার বছরের শিশুকন্যা। আর কথা মতোই সেখানেই ঐ নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রীর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নবান্ন সূত্রে জানাগিয়েছে, নিহত ঐ শ্রমিকের বাড়ি বাসন্তী ব্লকে হওয়ায় তার স্ত্রীকে বাসন্তী ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের চাকরি দেওয়া হলো। সেখানে, প্রথমে তিনি ঐ অফিসের অ্যাটেনডেন্ট হিসাবে কাজে যোগ দেবেন এবং একবছর পর ‘ গ্ৰুপ ডি ‘ পদে নিয়োগ করা হবে তাঁকে!
প্রসঙ্গত, গত ২৭ শে অগাস্ট হরিয়ানা রাজ্যের চরখি দাদরি জেলার অন্তগত বধড়া থানা এলাকায় কাজ করতে গিয়ে গো-মাংস ভক্ষন করার সন্দেহে স্থানীয় গো-রক্ষক কমিটির সদস্যরা পিটিয়ে খুন করে এরাজ্যের বাসন্তীর পরিযায়ী শ্রমিক সাবির মাল্লিককে বলে অভিযোগ! বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের চেয়ারম্যান সামিরুল ইসলামের নেতৃত্বে ঐ পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন একটি প্রতিনিধি দল। সেখানে রাজ্য সরকারের তরফে পাশে থাকার বার্তা পেলেছিল ঐ নিহত পরিযায়ী শ্রমিকের পরিবার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কামান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জীর তরফে ৩ লক্ষ্য টাকার আর্থিক সাহায্যও করা হয় তাদেরকে। তার পর থেকে বিজেপি, আইএসএফ সহ বিরোধীদের আক্রমণের মুখে পড়ে হয় রাজ্য সরকার কে! কারণ, সরকারের তরফে কেন স্থায়ী কোন কর্ম সংস্থাণের কথা এখনো পরিবার কে জানানো হয়নি বা দেওয়া হয়নি? তার পর সোমবার সকালে সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছিলেন যে, পরিবারের একজন কে সরকারি চাকরি দেওয়া হবে! সেই মতো আজ দেখা গেল নিহত ঐ শ্রমিকের স্ত্রীর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিতে মুখ্যমন্ত্রী কে। অন্যদিকে হরিয়ানা বাধড়া থানা সূত্রে খবর, ঐ ঘাটনার পরদিনে এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্তে নেমে এতিমধ্যেই একাধিক অভিযুক্ত কে গ্রেফতার করেছে পুলিশ! ধৃতদের তালিকায় রয়েছে এক নাবালকও। সেই সঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনিও এই ঘাটনার তীব্র নিন্দা করেছেন বলে সূত্রের খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন