অভয়ার ন্যায় বিচার সহ নারী নির্যাতন, খুন, ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত

অভয়ার ন্যায় বিচার সহ নারী নির্যাতন, খুন, ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:
অভয়ার ন্যায় বিচার এবং জয়নগরসহ সারা রাজ্যে নারী নির্যাতন, খুন, ধর্ষণের সাথে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে এবং দুর্নীতি ও থ্রেট কালচার মুক্ত স্বাস্থ্য ব্যবস্থার নিশ্চয়তার লক্ষ্যে আজ, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার বিকেলে, রায়দিঘী ব্যবসায়ী সমিতির হলে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়।
এই কনভেনশনটি এলাকার বিশিষ্ট নাগরিক সমাজের উদ্যোগে আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন আর জি কর আন্দোলনের বিশিষ্ট নেতা ও আর জি কর কলেজ হাসপাতালের প্রাক্তনী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নীলিরতন নাইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ডা. তারাপদ হালদার, ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের উকিল সুমন সরদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। তারা প্রত্যেকে কনভেনশনে বক্তব্য রাখেন এবং এই আন্দোলনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
কনভেনশনে প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনার মধ্য দিয়ে নারী ও শিশু সুরক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ডাক্তার-স্বাস্থ্য কর্মী-নারী-শিশু সুরক্ষা কমিটি’ গঠন করা হয়।
কমিটির সভাপতি হিসেবে ডা. তারাপদ হালদার এবং যুগ্ম সম্পাদক হিসেবে সুমন সরদার ও সন্যাসি হালদার নির্বাচিত হন। এই কমিটি নারী নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এই কনভেনশনটি সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন