ঝড়খালি গ্রাম পঞ্চায়েতে রক্তদান শিবিরের আয়োজন
পলাশ তরফদার , ঝড়খালি, দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের পক্ষথকে ২০ নভেম্বর বুধবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন । এদিন সকাল থেকেই শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি স্বপ্না সানা, উপপ্রধান দীলিপ মণ্ডল, ঝড়খালি কোস্টাল থানার ওসি সনাতন কর্মকার, বিশিষ্ট সমাজসেবী বিধান বাইন এবং প্রণাব মণ্ডল সহ এলাকার পঞ্চায়েত সদস্যরা।
রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন ক্যানিং মহাকুমা হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। শিবিরে পুরুষ ও মহিলাদের উভয়ের অংশগ্রহণ লক্ষণীয় ছিল। রক্তদাতাদের উৎসাহ এবং তাদের স্বতঃস্ফূর্ততা শিবিরকে সফল করে তোলে।
গ্রাম পঞ্চায়েতের এই মহৎ উদ্যোগে স্থানীয় মানুষজন ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরটি এলাকার মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছে।
গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি স্বপ্না সানা বলেন, “রক্তদান জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের শিবির আয়োজন করে আমরা গর্বিত এবং আশা করি ভবিষ্যতেও এই উদ্যোগ আমরা গ্রহণ করবো।”
বিশিষ্ট সমাজসেবী বিধান বাইন এই আয়োজনকে প্রশংসা করে বলেন, “রক্ত দান মহৎ দান, এটি শুধু একজন ব্যক্তির জীবন বাঁচায় না, বরং একটি সচেতন সমাজ গড়ে তুলতেও সাহায্য করে।” রক্তদান শিবিরটি সফলভাবে শেষ হয় এবং এতে সংগৃহীত রক্ত ভবিষ্যতে অসুস্থ ও জরুরি অবস্থায় থাকা মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ অন্য এলাকাগুলির জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।