আশাপুর সর্বজনীন ২০২৪ রাসযাত্রা মহামিলন উৎসবের শুভ সূচনা
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবারঃচিরাচরিত প্রথা মেনে ২৪শে নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত ২২ দিন ব্যাপী আশাপুর সর্বজনীন ২০২৪ রাসযাত্রা মহামিলন উৎসবের শুভ সূচনা হয়েছে। ২৫তম বর্ষে পদার্পণ করা এই ঐতিহাসিক উৎসবটি ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য, মাথুর অঞ্চলের প্রধান ধ্রুবজতি দলপতি, এবং উৎসবের যুগ্ম সম্পাদক দেবব্রত খাঁড়া ও রামকৃষ্ণ গুড়িয়া। এ ছাড়াও ডায়মন্ড হারবার ও রামনগর থানার পুলিশ প্রশাসনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এই উৎসবের সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এই রাসযাত্রা উৎসবকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ আকর্ষণগুলির মধ্যে রয়েছে তারাপীঠের মহাশ্মশানের জীবন্ত চিত্রায়ণ, গা শিউরে ওঠার মতো জীবন্ত ভূতের ভয়, এবং পাগলা গারদসহ আরও নানান রোমাঞ্চকর প্রদর্শনী।
প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উৎসব উপভোগ করতে ভিড় জমাচ্ছেন। প্রতিবছরের মতো এবারও এই রাসযাত্রা শুধু একটি উৎসব নয়, বরং এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যেখানে এলাকাবাসী ও দর্শনার্থীরা একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন।উৎসবের এ বিশেষ বৈচিত্র্য এবং উদ্দীপনা এলাকার গণ্ডি পেরিয়ে আশপাশের অঞ্চল থেকেও পর্যটকদের আকর্ষণ করছে। ২২ দিন ব্যাপী এ মহামিলন উৎসব স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।