বড়দিনে পর্যটকের ভিড় বাড়ছে সুন্দরবনের ঝড়খালীতে
অপূর্ব মজুমদার ,ঝড়খালী, ২৫ ডিসেম্বর: বড়দিন উপলক্ষে ঝড়খালীর পর্যটনকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুন্দরবনের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য ঝড়খালী, যা ম্যানগ্রোভ অরণ্য ও বন্যপ্রাণীর বৈচিত্র্যের জন্য বিখ্যাত, এই উৎসবের মরশুমে পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।প্রতিবছর শীতের ছুটিতে সুন্দরবন দর্শনে হাজারো পর্যটক ভিড় করেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। ঝড়খালীতে পর্যটকদের জন্য নৌকা ভ্রমণ, ম্যানগ্রোভ অরণ্য দর্শন এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণের আয়োজন করা হয়েছে। স্থানীয় হোটেল ও রিসর্টগুলো প্রায় পূর্ণ হয়ে গেছে, ফলে আগাম বুকিং ছাড়া জায়গা পাওয়া কঠিন।ঝড়খালীতে ঘুরতে আশা পর্যটক প্রবীর মন্ডল জানান, “প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য আমরা ঝড়খালী এসেছি। এটি বড়দিন উদযাপনের জন্য একদম উপযুক্ত জায়গা।”এদিকে, স্থানীয় প্রশাসন এবং বন দফতর পর্যটকদের পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন। সুন্দরবন একটি সংরক্ষিত অঞ্চল হওয়ায় ম্যানগ্রোভ অরণ্য এবং বন্যপ্রাণীর প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।
আজকের আবহাওয়া ঝড়খালী ভ্রমণের জন্য যথেষ্ট অনুকূল। তাপমাত্রা রয়েছে ১৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পর্যটকেরা নৌকা ভ্রমণ ও অন্যান্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পেরেছেন।
বড়দিনের ছুটিতে সুন্দরবনের এই অনন্য স্থানটি প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণপিপাসুদের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।