চার নাবালিকা উদ্ধার: জয়নগর থানার তৎপরতা
সুন্দরবন টিভি| ২৭ এপ্রিল ২০২৫, ভোর ৪টা নাগাদ জয়নগর থানার এএসআই আজাহারউদ্দিন শেখ ও তার দল টহলদারির সময় রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো চারজন নাবালিকা মেয়েকে দেখতে পান। সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের নাম-পরিচয় জানতে চায় এবং এখানে থাকার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের পরিচয় দেয় এবং জানায় যে তারা ডালুয়াখাকি বালিকা মাদ্রাসা থেকে পালিয়ে এসেছে। বিষয়টি গুরুতর বিবেচনা করে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং চার নাবালিকাকে থানায় নিয়ে আসে। সমস্ত নিয়ম মেনে তাদের থানার শিশুবান্ধব কর্নারে রাখা হয়, যাতে তাদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যায়।
পুলিশ পরে তাদের অভিভাবক এবং সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকদের খবর দেয়। অভিভাবকরা থানায় এসে উপস্থিত হন এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই প্রক্রিয়া শেষে, পুলিশ আইন অনুযায়ী নাবালিকা মেয়েদের তাদের বাবা-মায়ের হাতে প্রদান করে।
জয়নগর থানার এই দ্রুত পদক্ষেপ ও মানবিক আচরণ প্রসংশনীয়। পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, শিশুদের অধিকার রক্ষার সমস্ত প্রক্রিয়া মেনে চলা হয়েছে। এই ঘটনাটি প্রমাণ করে, টহলদারির সময় পুলিশের সতর্ক দৃষ্টি এবং মানবিক দায়িত্ববোধ সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।