বারুইপুরে রাজ্যস্তরের পঞ্চায়েত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বারুইপুরে রাজ্যস্তরের পঞ্চায়েত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিনিধি , বারুইপুরঃ পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের অধীন সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ অন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রে শুরু হয়েছে রাজ্যস্তরের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এই আবাসিক কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান এর আওতায়।দু’দিনব্যাপী এই প্রশিক্ষণে রাজ্যের সব জেলা ও শিলিগুড়ি মহকুমা পরিষদ মিলিয়ে মোট ৫০৬ জন জেলা স্তরের প্রশিক্ষক ও আধিকারিক অংশগ্রহণ করছেন। ছয়টি ব্যাচে ভাগ করে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা পরবর্তীকালে নিজের জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি ও কর্মচারীদের নানাবিধ প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে সারাবছর ধরে পঞ্চায়েত ব্যবস্থার দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে কাজ হবে।



এই কর্মশালার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের ভিত্তি। পঞ্চায়েত যদি সুষ্ঠুভাবে কাজ করে, তাহলে রাজ্য দ্রুত উন্নতির পথে এগোবে।” তিনি আরও জানান, পঞ্চায়েতে নিয়োগ প্রয়োজন হলেও বর্তমানে মামলার কারণে তা আটকে রয়েছে।প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিবসহ একাধিক প্রশাসনিক আধিকারিক। পঞ্চায়েত মন্ত্রী বলেন, “এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা। রাজ্যের তৃণমূল স্তরের প্রশাসনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতেই এই উদ্যোগ।”এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত রয়েছেন দপ্তরের অভিজ্ঞ আধিকারিকেরা, যাঁরা বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করবেন। প্রশিক্ষণের মাধ্যমে আধিকারিক ও প্রশিক্ষকদের মধ্যে নেতৃত্ব, নীতি-নির্ধারণ, প্রকল্প বাস্তবায়ন ও ডিজিটাল পদ্ধতির উপর দক্ষতা গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।এই ধরনের উদ্যোগে পঞ্চায়েতব্যবস্থার আধুনিকীকরণ ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন