সংস্কারের অভাবে বেহাল রাস্তা, খানাখন্দে বাড়ছে বিপদ
নিজস্ব প্রতিবেদক, মথুরাপুরঃ জায়গায় জায়গায় উঠে গিয়েছে পিচের আস্তরণ, খানাখন্দে ভরে গিয়েছে গোটা রাস্তা। বৃষ্টির সময় চলাফেরা করতে গিয়েও প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এমনই বেহাল অবস্থা মথুরাপুরের পাটুনিঘাটা-ডগেরপোল রোডের। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে। তবে মথুরাপুর-১ ব্লকের বিডিও সোমনাথ মান্না বলেন, 'বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। যাতে ওই এলাকার বাসিন্দাদের সমস্যার সমাধান হয়।'
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মথুরাপুরের নালুয়া পঞ্চায়েতের পাটুনিঘাটা থেকে ডগেরপোল ত্রিকোণ শ্মশান পর্যন্ত এই রাস্তা দিয়ে দুটি পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ নিত্যদিন যাতায়াত করেন। শুধু তাই নয়, এই রাস্তাটি নিমপীঠ যাওয়ার বাইপাস রাস্তা হিসেবে কাজ করায় জয়নগরের নিমপীঠ ও জামতলা এলাকার মানুষজনও এই পথ ধরে যাতায়াত করেন। রাস্তাটির পাটুনিঘাটা থেকে কলুনি পর্যন্ত নালুয়া পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে, আবার কলুনি থেকে তালুক রানাঘাট পর্যন্ত লালপুর পঞ্চায়েতের মধ্যে পড়ছে। রাস্তার বাকি অংশ জয়নগরের মধ্যে পড়ছে। রায়দিঘি ও জয়নগর দুটি বিধানসভার সংযোগকারী অন্যতম রাস্তা এটি। এলাকার বাসিন্দাদের পাশাপাশি তিন চারটে স্কুলের পড়ুয়া এবং স্বাস্থ্যকেন্দ্রের রোগীদেরকেও এই পথ দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে কার্যত বেহাল হয়ে পড়েছে রাস্তাটি। ফলে প্রায়শই দুর্ঘটনার মুখোমুখি হন পথচারীরা। রাস্তা সংস্কারের জন্য একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা দীপঙ্কর হালদার ও সজল প্রামাণিকেরা বলেন, 'নিত্যদিন রাস্তা দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করি আমরা। রাস্তার উপরে বড়বড় গর্ত তৈরি হয়েছে। গাড়ি চলা কার্যত অসম্ভব। কিন্তু কেউ সংস্কারের কথা ভাবছেনা।'
চম্পা দাস ও আনিসা বিবিরা বলেন, 'ছোট বাচ্ছারা স্কুলে যায় এই রাস্তা দিয়ে। রাস্তা খারাপ থাকায় সবসময় দুশ্চিন্তা হয়। কদিন আগে বাইক উল্টে গিয়ে দু'জন জখম হয়েছিলেন। কবে এই রাস্তা সারাবে জানিনা। এভাবে চললে আমরা আন্দোলনের পথে হাঁটব।'