বিপদজনক অবস্থায় কাঠের পোল, ঘটছে দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক, মগরাহাটঃ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কাঠের পোলের ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। ভেঙে পড়েছে একের পর এক পাটাতন। পোলের পুরো কাঠামোটাই খালের উপর হেলে পড়ায় প্রাণ হাতে নিয়ে চলাফেরা করছে সাধারণ মানুষ। পোল দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এমতাবস্থায় দ্রুত পোল মেরামতের দাবি জানিয়েছেন মগরাহাটের মাহিতলাব এলাকার বাসিন্দারা।
মগরাহাট পূর্বের তৃণমূল বিধায়ক নমিতা সাহা বলেন, 'গোটা বিধানসভা জুড়েই বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতুগুলি তৈরি হচ্ছে। মাহিতলাব এলাকাতেও নতুন পোল হবে। ইতিমধ্যেই অর্থও বরাদ্দ হয়ে গিয়েছে। দ্রুত কাজ শুরু হবে।'মগরাহাট পশ্চিম পঞ্চায়েতের মাহিতলাব গ্রামের উপর দিয়েই বয়ে গিয়েছে ডায়মন্ড হারবার খাল। খালের দুপারেই গ্রামের মানুষ থাকেন। প্রাথমিক বিদ্যালয়, ব্লক হাসপাতাল এমনকি পানীয় জলের জন্যও গ্রামের শতাধিক পরিবারকে পোলের সাহায্য নিতে হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ দু'বছর সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে পোলটি। কিন্তু বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে প্রাণ হাতে নিয়ে পোল পার হন তাঁরা। সব চেয়ে বেশি সমস্যায় পড়তে হয় মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে৷ তাছাড়া ছোট ছোট স্কুল পড়ুয়া নিত্যদিন এই পোল পার হয়। যেকোন সময়ই বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। একাধিকবার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন লস্কর, সাহিল মোল্লারা বলেন, 'দীর্ঘ দু'বছর ধরে এই কাঠের পোলের ভগ্নপ্রায় অবস্থা। ফলে কৃষকেরা নিজেদের জমিতে চাষবাস করে ও ফসল বাড়ি নিয়ে আসতে পারছেন না। সম্প্রতি এক মহিলা পানীয় জল আনতে গিয়ে পোল পার হওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হন। আমরা চাই অবিলম্বে এই বিপদজনক পোলটির সংস্কার হোক।'
নার্গিস পারভীন ও রবেয়া বিবি বলেন, 'ভোট আসে ভোট যায়। সবাই খালি প্রতিশ্রুতি দিয়েই চলে যায়। কিন্তু পোল সারানোর সময় কাউকে পাওয়া যায়না। প্রাণ হাতে নিয়ে আমরা চলাচল করি। দ্রুত পোল সংস্কারের ব্যবস্থা করতে হবে। অন্যথায় গ্রামবাসীরা একত্রে আন্দোলনের পথে হাঁটব।'
মগরাহাট পশ্চিম গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল কাদির মোল্লা বলেন, 'স্থানীয়রা পোলের বিষয়টা জানিয়েছিলেন। যাতে পোল সংস্কার করা হয় আমরাও উদ্যোগ নিয়েছিলাম। অবশেষে সেচ দফতর পোলটি তৈরি করতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই কাজও শুরু হয়ে যাবে।'