" দারিদ্র্য হার মানলো স্বপ্নের কাছে! এমবিবিএস পড়ার সুযোগ পেলো মথুরাপুরের দুই মেধাবী "কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর : মথুরাপুরের দুইজন মেধাবী শিক্ষার্থী যারা ২০২৫ এ সফল হয়ে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পেলো। কিন্তু তাদের পরিবার আর্থিক সংকটের কারণে ভর্তি হওয়া এবং এমবিবিএস পড়া চালিয়ে যাওয়া নিয়ে চিন্তিত । দুজনের মধ্যে একজন হলেন সৌমিক মন্ডল, এবং আরেকজন হলেন স্নেহা নাটুয়া। দুজনের পরিবার আর্থিক সংকটে।জানা যায় সৌমিক মন্ডলের বাবা পেশায় নাট্য ব্যক্তিত্ব এবং খন্ডকালীন শিক্ষক, এবং মাতা শ্রীমতি স্নিগ্ধা মন্ডল গৃহিণী। সৌমিকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘীর কাশিনগরে। সৌমিক -কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রাক্তন ছাত্র। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৩% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। বাড়ি থেকেই প্রস্তুতি নিয়েছে নিট ২০২৫ এ পরীক্ষায় বসে, এবং ৭২০ মধ্যে ৫২৮ নম্বর পায়। তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ২৫১১৭ এবং EWS র্যাঙ্ক ২৯০৫ সৌমিকের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু সেই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়ন হতে চলেছে। সরকারি কলেজে এমবিবিএস পড়ার সুযোগ এসেছে। কিন্তু আর্থিক সংকটে তার পরিবার।অন্যদিকে কৃতি প্রাক্তন ছাত্রী স্নেহা নাটুয়া, তার বাবা শেখর নাটুয়া, তিনি সেলসম্যান। এবং মাতা শ্রীমতি স্বপ্না নাটুয়া গৃহিনী। স্নেহার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুরের গ্রামের বাসিন্দা। স্নেহা পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে পড়াশোনা করে, তার অধ্যবসায় অভিভাবকদের নিরন্তন সহযোগিতা এবং এক নিষ্ঠাবান স্থানীয় শিক্ষকের সান্নিধ্যে, সে তার বহু প্রতীক্ষিত স্বপ্ন সফল করে, নিট ২০২৫ এ স্নেহা ৭২০ এর মধ্যে ৫৬১৮ নম্বর পায়, এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ৩৩৭১৫ স্নেহা ছোটবেলা থেকে হতে চেয়েছে ডাক্তার, সেইমতো তার স্বপ্নপূরণ বাস্তবায়ন হতে এবার সরকারি কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পেল। কিন্তু তার পরিবার আর্থিক সংকটে। আর এ বিষয়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের শিক্ষক চন্দন মাইতি স্নেহা এবং সৌমিক কে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। এবং দুজনের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। তিনি বলেন তারা যেন ভবিষ্যতে মানব সেবায় নিয়োজিত আদর্শ চিকিৎসক হিসাবে সমাজের কল্যাণে অবদান রাখে। তাদের এই কৃতিত্ব কৃষ্ণ চন্দ্রপুর হাই স্কুল পরিবারের কাছে এবং সুন্দরবন এলাকার মানুষদের কাছে এক গর্বের বিষয় ।
" দারিদ্র্য হার মানলো স্বপ্নের কাছে! এমবিবিএস পড়ার সুযোগ পেলো মথুরাপুরের দুই মেধাবী "
bySUNDARBAN TV
•
0