মুমূর্ষ রুগীদের প্রাণ বাঁচাতে ডায়মন্ড হারবার থানার উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির !

মুমূর্ষ রুগীদের প্রাণ বাঁচাতে ডায়মন্ড হারবার থানার উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির !
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার : পুলিশ শুধু অপরাধ দমনই করে না, সমাজের কল্যাণেও কাজ করে। তবে আজকের দেখা গেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসন আরও বেশি মানবিক,আরও বেশি মানবসেবায় নিবেদিত। মঙ্গলবার সকাল থেকেই ডায়মন্ড হারবার থানার উদ্যোগে পৌরসভার মেঘনা হলে ভিড় জমিয়েছিলেন শতাধিক মানুষ। ডায়মন্ড হারবার হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট,আর সেই রক্তের ঘাটতি পূরণে,এবং মুমূর্ষ রুগীদের প্রাণ বাঁচাতে সেখানে আয়োজন করা হয়েছে এক বিশাল রক্তদান শিবির। ডায়মন্ড হারবার পৌরসভার মেঘনা হলে যেন একদিনের জন্যে হয়ে উঠল মানবতার মিলনস্থল।মানবিকতায় পুলিশের ভূমিকা,সাধারণত পুলিশ মানে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী ধরপাকড়। কিন্তু সেই পুলিশ যখন মানুষের পাশে দাঁড়ায়, মানুষের জীবন বাঁচাতে রক্ত সংগ্রহে এগিয়ে আসে, তখন তা সত্যিই প্রশংসনীয়। এদিনের রক্তদান শিবিরে ডায়মন্ড হারবার থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি এলাকার বহু সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ,ডায়মন্ড হারবার থানার আইসি অমরজিৎ বিশ্বাস,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,ভাইস চ্যারম্যান রাজশ্রী দাস,জেলা পরিষদের সদস্যা মনমোহিনী বিশ্বাস,টাউন তৃণমূলের সভাপতি সৌমেন তরফদার,ডায়মন্ড হারবার ট্রাফিক সার্জেন্ট সহ কোস্টাল থানার ওসি আসাদুল ইসলাম প্রমুখ। ডায়মন্ড হারবার থানার তরফে জানানো হয়েছে, এই শিবিরটি শুধুমাত্র একদিনের জন্য নয়। আগামী দিনে আরও বড় আকারে রক্তদান শিবিরের আয়োজন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন