ভাঙড়ে তৃণমূলের ধিক্কার মিছিল, শওকত মোল্লা বললেন – "ভাঙড়ের এক ইঞ্চি জমিও ছাড়ব না"!

ভাঙড়ে তৃণমূলের ধিক্কার মিছিল, শওকত মোল্লা বললেন – "ভাঙড়ের এক ইঞ্চি জমিও ছাড়ব না"!

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং : তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্জাক খাঁ-কে নির্মমভাবে খুন করার ঘটনায় উত্তাল ভাঙড়। রক্তাক্ত এই ঘটনার প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় বিশাল ধিক্কার মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা দলের বর্ষীয়ান নেতা শওকত মোল্লা। বিকাল থেকে শুরু হওয়া মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন।
      মিছিলের চিত্র ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা হাতে ফ্লাক নিয়ে রাস্তায় নেমে পড়েন। সেইসব  ফ্লাক লেখা ছিল – “রাজ্জাকের খুনিদের শাস্তি চাই”, “খুনিদের ফাঁসি চাই”, “রক্তের বদলা চাই” সহ ইত্যাদি। ঘটকপুকুর চৌমাথায় মিছিলটি শেষ হয় একটি সভা দিয়ে, যেখানে বক্তব্য রাখেন বিধায়ক শওকত মোল্লা। সভা মঞ্চ থেকে ক্ষোভ উগরে দিয়ে শওকত মোল্লা বলেন, “ভাঙড়ের এক ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। যারা রাজাকারদের মতো আচরণ করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ রাজ্জাক শহীদ হয়েছে, যদি প্রয়োজনে আমাদেরও শহীদ হতে হয় হব, আমরা পিছপা হব না। ভাঙড় আমাদের ছিল, আছে, থাকবেই।” শুধু বক্তব্যেই থেমে থাকেননি বিধায়ক। তিনি প্রশাসনের কাছে স্পষ্ট অনুরোধ রেখেছেন— “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভাঙড় জুড়ে চলুক চিরুনি তল্লাশি। কোথাও কোনো অবৈধ অস্ত্র, বোমা, গোলাবারুদ মজুত থাকলে তা অবিলম্বে উদ্ধার করতে হবে। পুলিশকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।” ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে স্থানীয় পুলিশ। এখন পর্যন্ত সাতজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিধায়কের দাবি আরও কঠিন— “যারা রাজ্জাক খাঁ-কে খুন করেছে, তাদের ফাঁসি চাই। খুনিদের ছেড়ে দিলে সমাজে ভয়ের পরিবেশ তৈরি হবে। আমরা এমন বিচার চাই যাতে কেউ আর রাজনৈতিক হত্যার সাহস না দেখায়।”

  আর ভাঙড়ে এই হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দল অভিযোগের আঙুল তুলেছে বিরোধীদের দিকেও। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে এলাকায়। এই ঘটনায় শুধু একটি রাজনৈতিক কর্মীর মৃত্যু নয়, প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও। তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্জাক খাঁ-র মৃত্যুকে ঘিরে তাঁরা আইনি লড়াইও চালিয়ে যাবেন। আগামী দিনে এই ইস্যুতে আরও বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন দলীয় নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন