নুরসেলিম লস্কর, বাসন্তী : ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা ও বাঙালি সত্ত্বাকে রক্ষা করতে নতুন ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই ঘোষণা মেনে এবার মাঠে নামল তৃণমূলের নেতা-কর্মীরা। রবিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকে বাংলা ভাষার সম্মান রক্ষার দাবিতে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হলো।এদিন বাসন্তী বিডিও অফিস সংলগ্ন বাসন্তী হাইওয়ের উপর অস্থায়ী মঞ্চ গড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস। আর বাসন্তীর এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নিলিমা মিস্ত্রী, বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল সহ বাসন্তী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আতিয়ার রহমান মোল্লা, তৃণমূল নেতা মন্টু গাজী, রাজা গাজী, স্বপন পট্টনায়েক সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মীরা।
আর এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কেন্দ্র সরকার ও বিজেপির ভাষানীতির কড়া সমালোচনা করেন । দাবি ওঠে, দেশের বিভিন্ন রাজ্যে পরিকল্পিতভাবে বাংলা ভাষা ও বাঙালিদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। সেই সঙ্গে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, “বাংলা ভাষা ও সংস্কৃতিকে কোণঠাসা করতে চাইছে কেন্দ্র। বারবার বাংলা ও বাঙালিকে অবমাননা করা হচ্ছে। এটা একপ্রকার সাংস্কৃতিক আগ্রাসন, যা আর বরদাস্ত করা হবে না।” আর বাসন্তীর তৃণমূলের এদিনের এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে বাংলা ভাষার স্বপক্ষে পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বাসন্তীর জনপদ—"বাংলা ভাষার অপমান চলবে না", "বাঙালির সম্মান রক্ষায় তৃণমূল মাঠে", "বিজেপির বিভাজনের রাজনীতি মানি না!" আর এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতারা স্পষ্ট ভাষায় বলেন, "শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে আমাদের ভাই-বোনেরা হেনস্থার শিকার হচ্ছেন। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে।" সভাধিপতি নিলিমা মিস্ত্রী বলেন,“বাংলা ভাষা আমাদের পরিচয়, আমাদের গর্ব। সেই ভাষার অপমান আমরা কোনোদিন সহ্য করব না। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন—এই লড়াই রাজনীতির উর্ধ্বে। প্রতিটি বাংলাভাষীর স্বার্থে আমাদের পথে নামতেই হবে।”