প্রশান্ত সরকার,ক্যানিং : ক্যানিং থানার মালিরধার এলাকায় চুরির একটি ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গত মঙ্গলবার, ২৩ জুলাই রাতের অন্ধকারে একটি বাড়িতে চুরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেয় ক্যানিং থানার পুলিশ। অভিযোগ পেয়ে রাতেই মামলা রুজু করা হয় এবং তদন্ত শুরু করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তালদি এলাকার বাসিন্দা নাজমুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ধৃতের দেহ তল্লাশির সময় এক টুকরো গুরুত্বপূর্ণ প্রমাণ পুলিশের হাতে আসে—একটি ভিজিটিং কার্ড, যেখানে নাম লেখা ছিল “দেবনারায়ণ দেবনাথ”। উল্লেখযোগ্য বিষয়, এই নামটি ছিল চুরির ঘটনার মূল অভিযোগকারীরও। বিষয়টি পুলিশকে আরও সন্দেহজনক পরিস্থিতির দিকে নিয়ে যায়।এরপর অভিযুক্ত নাজমুল শেখকে কড়া জিজ্ঞাসাবাদের মুখে ফেলে পুলিশ। ক্রমাগত চাপে সে শেষ পর্যন্ত নিজের দোষ স্বীকার করে নেয়। তদন্তকারী অফিসারের নেতৃত্বে পুলিশ অভিযুক্তের বাড়িতে হানা দেয় এবং সেখানকার পুকুর এলাকা থেকেও চুরি হওয়া একাধিক সামগ্রী উদ্ধার করে। উদ্ধার হওয়া মালামালের মধ্যে ছিল ইলেকট্রনিক সামগ্রী, গয়না এবং নগদ অর্থ।স্থানীয় বাসিন্দাদের মতে, সম্প্রতি ওই এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল, যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। এই ঘটনায় এক ব্যক্তির গ্রেপ্তারি ও চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারে এলাকাবাসী কিছুটা স্বস্তি পেয়েছেন।পুলিশ সূত্রে খবর, নাজমুল শেখের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি কোনও চুরির চক্রের কাজ হতে পারে। তার মোবাইল ফোন ও অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন সাইবার বিভাগের কর্মকর্তারাও।
এই ঘটনার তদন্ত এখনো চলছে। ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ক্যানিং থানার তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার গভীর তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।