বেসরকারি স্কুলকে টক্কর দিতে বারুইপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষার সূচনা।
বিশ্বজীৎ নস্কর , বারুইপুরঃ দক্ষিন ২৪ পরগনার বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ বন্ধ হয়ে যাওয়ার মুখে। কারণ—পড়ুয়ার অভাব। অভিভাবকদের একাংশ এখন সরকারি স্কুলের চেয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দিকেই ঝুঁকছেন বেশি। শহরতলি এলাকায় এই প্রবণতা আরও স্পষ্ট।
ফলে বহু স্কুলে শিক্ষকেরা রয়েছেন, পরিকাঠামো রয়েছে—কিন্তু নেই ছাত্রছাত্রী। উদ্বেগ বাড়ছে শিক্ষা দপ্তরে। ঠিক এই পরিস্থিতিতে এক ইতিবাচক নজির গড়ল দঃ ২৪ পরগনা জেলার বারুইপুরের শিশু শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়।
সরকারি স্কুল হলেও, এই বিদ্যালয়ে শুরু হল ডিজিটাল ক্লাসরুম। আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে ছাত্রছাত্রীদের আগ্রহ ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্লাসে বসেই এখন পড়ুয়ারা বড়ো স্ক্রিনে অডিও-ভিজুয়াল মাধ্যমে পাবে তাদের প্রতিদিনের পাঠ্যবিষয়ক উপস্থাপনা।বিদ্যালয়ে ডিজিটাল পরিকাঠামোর আনুষ্ঠানিক সূচনা করেন বারুইপুরের বিধায়ক ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বিদ্যালয়ের বর্তমান ছাত্রসংখ্যা ৪০০-রও বেশি। এই ডিজিটাল ক্লাসে রয়েছে প্রোজেক্টর, স্মার্ট বোর্ড, স্পিকার, ইন্টারনেট কানেকশনসহ প্রয়োজনীয় প্রযুক্তি পরিকাঠামো। আর সরকারি স্কুলে এই আধুনিকতার ছোঁয়া আসতেই শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা—এই নতুন ব্যবস্থায় স্কুলে ভর্তির হার আরও বাড়বে। আবার সরকারি স্কুল মুখো হবে ছাত্র ছাত্রীরা।এই উদ্যোগ শুধু একটি বিদ্যালয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকুক তা চায় না কেউ। বরং এই প্রচেষ্টা ছড়িয়ে পড়ুক জেলার অন্য স্কুলগুলোতেও—এমনটাই আশাবাদী জেলার শিক্ষা মহল। এখন দেখার কবে জেলার প্রতিটি স্কুলে এভাবেই আধুনিকতার ছোঁয়া লাগে।