নুরসেলিম লস্কর, ক্যানিং: চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার বার্তা নিয়ে ক্যানিংয়ে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বিশিষ্ট চিকিৎসক ডাঃ পি কে পাল-এর চেম্বারে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক নামী চিকিৎসক। অনুষ্ঠানের মূল আয়োজক ছিল বায়োকেমিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। সহযোগিতায় ছিল স্বর্গীয় বিহারী লাল দাস ও মরহুম ডাঃ সফিক আহমেদ লস্কর স্মৃতি দাতব্য চিকিৎসা কেন্দ্র এবং বিজ্ঞান মঞ্চ। এদিনের এই অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ডাঃ পি কে পাল। তিনি চিকিৎসা জগতের মানবিক দিক, নৈতিকতা ও সমাজে চিকিৎসকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তাঁর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ লিয়াকত আলি লস্কর, ডাঃ দেবশ্রী ঘোষ, ডাঃ লিয়াকত হোসেন, ডাঃ পম্পা মন্ডল, ডাঃ রুমা নস্কর, ডাঃ সেলিমা খাতুন, ডাঃ রেহেনুমা পারভিন সহ বহু বিশিষ্ট চিকিৎসকরা। সেমিনারের পরে মঞ্চস্থ হয় হুগলির চুঁচুড়া নাট্য গোষ্ঠীর পথনাটিকা ‘আজাদি’, যার মূল বিষয় ছিল নারী সুরক্ষা ও ধর্ষণ প্রতিরোধ। নারীর প্রতি সহিংসতা, সমাজের নির্লজ্জ নীরবতা এবং আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে এই নাটক তীব্র প্রতিবাদ ও সচেতনতার বার্তা দেয়। দর্শকদের মধ্যে নাটকটি গভীর আলোড়ন তোলে। আর নাটকটির শেষে বিশিষ্ট চিকিৎসক ডাঃ লিয়াকত আলী লস্কর বলেন,' চিকিৎসা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে এমন অনুষ্ঠান শুধু চিকিৎসকদের সম্মান জানায় না, বরং সমাজকেও সচেতন করে তোলে।" আর আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও চিকিৎসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে এমন উদ্যোগ আরও গ্রহণ করা হবে।
ডাক্তারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যানিংয়ে ডক্টরস ডে-তে সেমিনার ও নাট্যঅনুষ্ঠান।
bySUNDARBAN TV
•
0