ধুচনি খালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ডেঙ্গু ও ম্যালেরিয়া সচেতনতা শিবির, বিতরণ করা হলো মুশারি।

ধুচনি খালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ডেঙ্গু ও ম্যালেরিয়া সচেতনতা শিবির, বিতরণ করা হলো মুশারি ।
মফিজুল গাজী, সন্দেশখালি : বর্ষা শুরু থেকেই দুয়ারে কড়া নাড়তে শুরু করেছে ডেঙ্গু ও ম্যালেরিয়া। যার ফলে রোজ এই মারণ রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে সকলেই! আর তাই আজ সন্দেশখালি ব্লক ২ অন্তর্গত ধুচনি খালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে অনুষ্ঠিত হল ডেঙ্গু ও ম্যালেরিয়া সচেতনতা শিবির। বসিরহাট স্বাস্থ্য জেলার এই উদ্যোগকে ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। স্বাস্থ্যকর্মীদের তরফে এদিন ডেঙ্গু ও ম্যালেরিয়ার লক্ষণ, প্রতিরোধ ও প্রয়োজনীয় সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রামবাসীদের সচেতন করতে পোস্টার, লিফলেট এবং অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে রোগ প্রতিরোধের বার্তা দেওয়া হয়। শিবির শেষে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে আধুনিক প্রযুক্তির প্রায় এক হাজার মশারি ধুচনি খালি ও তার আশেপাশের এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়।

      আর এদিনের এই সচেতনতা শিবির সম্পর্কে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের পক্ষ থেকে জানানো হয়, “ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মশা থেকে সুরক্ষা। তাই এই মুসারিগুলি বিতরণের মাধ্যমে আমরা বাড়ি বাড়ি নিরাপত্তা পৌঁছে দিতে চাইলাম।”  আর স্বাস্থ কেন্দ্রের এই উদ্যোগে খুশি এলাকাবাসীরাও। তাঁদের বক্তব্য, “প্রতিবার বর্ষা এলেই আতঙ্কে থাকি ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে। এবার স্বাস্থ্যকেন্দ্রের এই সাহায্যে কিছুটা হলেও স্বস্তি মিলবে।” স্বাস্থ্যকেন্দ্র সূত্রে খবর, আগামী দিনেও এধরনের সচেতনতামূলক শিবির আরও কিছু গ্রামে আয়োজিত হবে। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের সহযোগিতায় পুরো ব্লকে জনসচেতনতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন