রবীন্দ্র ভবনে পূর্বাশা স্কুলের সাংস্কৃতিক মহোৎসব, মুগ্ধ দর্শকরা ।

রবীন্দ্র ভবনে পূর্বাশা স্কুলের সাংস্কৃতিক মহোৎসব, মুগ্ধ দর্শকরা ।

     

       বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার : শনিবার ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে এক মনোজ্ঞ পরিবেশে অনুষ্ঠিত হল সহরার হাট পূর্বাশা নার্সারি কেজি ও প্রাইমারি স্কুল-এর ২০২৫ সালের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা বর্ণময় পরিবেশনা, সৃজনশীল উপস্থাপনা এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল এক স্মরণীয় মুহূর্ত। ২০০৯ সালে পথচলা শুরু করা এই শিক্ষা প্রতিষ্ঠানটি এবছর পা দিল ১৭ বছরে। এই দীর্ঘ যাত্রাপথে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও মূল্যবোধে গড়ে তোলার ব্রত নিয়ে তারা গড়ে তুলেছে এক বিশেষ পাঠশালা। আর এদিনের এই অনুষ্ঠানের সূচনা হয় আমন্ত্রিত অতিথিদের তিলক ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন দিলীপ কুমার দাস, প্রধান শিক্ষক বেলসিংহ শিক্ষায়তনের। সেই সঙ্গে অতিথিদের হিসাবে উপস্থিত ছিলেন নির্মলা হালদার (এইচ.এম. হরিংডাঙ্গা হাই স্কুল), বলোরাম হালদার (এইচ.এম. সাহারা যোগেন্দ্র হাই স্কুল), সুধামাধব সামন্ত (জেলা সভাপতি, বৃত্তি পরীক্ষা), স্কুলের প্রধান শিক্ষিকা অমিতা হালদার, সভাপতি আশুতোষ মন্ডল, কোষাধ্যক্ষ ইদ্রজিৎ মন্ডল, উপদেষ্টা সুখেন্দনাথ নস্কর, এবং বিশিষ্ট ক্যারাটে শিক্ষক মৃণাল ঘোষ সহ আরও অনেকে।

    

     বিদ্যালয়টির এদিনের অনুষ্ঠানের মূল ভাবনা ছিল – “এক বিশ্ব, এক মন”। এই ভাবনার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা পরিবেশন করে নৃত্য-নাটক, আবৃত্তি, প্রাদেশিক লোকনৃত্য ও সংগীত – যা দর্শকদের মন জয় করে নেয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। আর অনুষ্ঠানে পুরস্কার বিতরণ পর্বে শিশুদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও ট্রফি, তাদের নানাবিধ সাফল্যের জন্য। বিশেষ আকর্ষণ ছিল অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য, যেখানে শিক্ষার গুরুত্ব, সহনশীলতা, পরিবেশচেতনা ও সমবেত উন্নয়নের বার্তা তুলে ধরা হয়।আর এদিনের এই অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষিকা অমিতা হালদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, “শিশুদের সর্বাঙ্গীন বিকাশের জন্য অভিভাবক, শিক্ষক এবং সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” আর এদিনের এই মনমুগ্ধকর অনুষ্ঠানের সমাপ্তি হয় জাতীয় সংগীত ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন