মাকে পিটিয়ে খুন, তারপর ঘরে আগুন ! ছেলের কীর্তিতে থমথমে মহেশতলা !

মাকে পিটিয়ে খুন, তারপর ঘরে আগুন ! ছেলের কীর্তিতে থমথমে মহেশতলা !

নিজেস্ব প্রতিনিধি, মহেশতলা : দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় ঘটল এক রুদ্ধশ্বাস ও মর্মান্তিক ঘটনা। চণ্ডীতলা পূর্ব পাড়ার সারেঙ্গাবাদ ৩৫ নম্বর ওয়ার্ডে এক মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে নিজের ৮০ বছর বয়সি মাকে পিটিয়ে খুন করে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
    অভিযুক্তের নাম সঞ্জয় ঘোষ, বয়স আনুমানিক ৫০ বছর। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি মানসিকভাবে অস্থির ছিলেন এবং তাঁর মা বিজলী ঘোষের (৮০) সঙ্গেই একসঙ্গে বসবাস করতেন। মাঝেমধ্যেই মা-ছেলের মধ্যে ঝগড়া, চিৎকার ও গালিগালাজ চলত। এমনকি অতীতে পুলিশও একাধিকবার হস্তক্ষেপ করেছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। শনিবার দুপুর নাগাদ হঠাৎই স্থানীয়রা ওই বাড়ি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহেশতলা থানায় ও দমকল বিভাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল ও পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান, বিছানার ওপর আগুনে দগ্ধ হয়ে রয়েছেন বৃদ্ধা বিজলী ঘোষ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দগ্ধ হওয়ার আগে বৃদ্ধাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে বলেও প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত সঞ্জয় ঘোষকে আটক করা হয়েছে এবং তাঁর মানসিক অবস্থারও মূল্যায়ন করা হচ্ছে।আর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
প্রতিবেশীরা জানিয়েছেন, “সঞ্জয় দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক আচরণ করত। প্রায়দিনই মায়ের সঙ্গে অশান্তি হত। পুলিশ একবার এসেছিল, কিন্তু পরে আবার আগের মতোই চলছিল।” পুলিশ সূত্রে  জানানো হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের মানসিক চিকিৎসা সংক্রান্ত নথিও খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন