রায়দিঘিতে কন্যাশ্রী ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির ।
কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর : শ্রীফলতলা চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান,রায়দিঘি বিধানসভার বিধায়ক ডা: অলক জলদাতা ও মথুরাপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বুধবার এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় রায়দিঘি শ্রীফলতলা চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ে। শিবিরের মূল বিষয় ছিল "কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব" ও "বাল্যবিবাহ প্রতিরোধ"।সচেতনতা শিবিরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সামনে কন্যাশ্রী প্রকল্পের সুফল, মেয়েদের শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং আইনগত দিকগুলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বক্তারা বিশেষভাবে জানান, শিক্ষিত সমাজ গড়ে তুলতেই বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং কন্যাশ্রী প্রকল্পের সুবিধা নিয়ে সমস্ত কন্যা যেন উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে পারে, সেই দিকেই লক্ষ্য রাখতে হবে। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শতাধিক ছাত্র-ছাত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সকলে একমত হন যে, বাল্যবিবাহ সমাজের একটি বড় ব্যাধি, যার বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করা উচিত। শিবিরে উপস্থিত সকলের মধ্যে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া যায় — "মেয়ে মানেই বোঝা নয়, মেয়ে মানেই ভবিষ্যতের সম্ভাবনা।" এই ধরনের সচেতনতা শিবির ভবিষ্যতেও আরও বেশি সংখ্যায় করার আবেদন জানানো হয় উপস্থিত বিশিষ্টদের কাছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ডা: অলক জলদাতা। এছাড়াও ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে CMC চেয়ারম্যান সোমা দাস, ব্লকের SI ম্যাডাম ডাক্তার অর্পিতা দে, রায়দিঘী গ্রামীণ হাসপাতালের BMOH বিনীত রঞ্জন এবং পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ প্রতিমা ভূঁইয়া খা।