সুন্দরবন রক্ষায় ম্যানগ্রোভ রোপণে উদ্যোগী শিক্ষক সংগঠন।

সুন্দরবন রক্ষায় ম্যানগ্রোভ রোপণে উদ্যোগী শিক্ষক সংগঠন।

নুরসেলিম লস্কর,গোসাবা : ২০১৯ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে দক্ষিণ ২৪ পরগনার শিক্ষক সংগঠন 'উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' এবছর জুলাই মাসজুড়ে হাতে নিয়েছে পরিবেশ রক্ষার কর্মসূচি। তারই অংশ হিসেবে বুধবার গোসাবা ব্লকের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের জটিরামপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় সম্পন্ন হল ম্যানগ্রোভ গাছ লাগানোর কর্মসূচি। আর এদিনের মহৎ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সংগঠনের জেলা সভাপতি বিবেকানন্দ সাহু। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রাইহান মোল্লা ও সব্যসাচী হালদার। সব্যসাচী হালদার তাঁর বক্তব্যে ২০১৯ সালের জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন—কিভাবে এই আন্দোলনের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তিত হয় এবং ১৪ জন শিক্ষকের প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার হয়। তিনি জানান, আন্দোলনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠন এবছর পরিবেশ রক্ষাকে ব্রত করেছে।

   আর এদিনের এই ম্যানগ্রোভ রোপন কর্মসূচি সম্পর্কে শিক্ষক রাইহান মোল্লা বলেন, "ম্যানগ্রোভ গাছ শুধু গাছ নয়, এরা উপকূলের প্রাকৃতিক প্রহরী। ঝড়-বন্যা থেকে উপকূলকে রক্ষা করে, জীববৈচিত্র্য টিকিয়ে রাখে, পরিবেশে কার্বনের ভারসাম্য রক্ষা করে। এমনকি পর্যটন ও স্থানীয় জীবিকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" আর এই কর্মসূচিকে সফল করে তুলতে স্থানীয় শিক্ষক অশ্বিনী মন্ডল, প্রসেনজিৎ দত্ত, উত্তম বারিক প্রমুখের উদ্যোগ ছিল উল্লেখযোগ্য। স্থানীয় মানুষজনের সহযোগিতায় এই ম্যানগ্রোভ রোপণ শুধুই কর্মসূচি নয়—বরং তা এক সামাজিক ও পরিবেশ সচেতনতামূলক বার্তা বহন করছে সুন্দরবনের প্রান্ত থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন