একুশে জুলাই প্রস্তুতি মিটিংয়ে গাছের চারা বিতরণ — পরিবেশ ও মানবিকতার মিলন।

একুশে জুলাই প্রস্তুতি মিটিংয়ে গাছের চারা বিতরণ — পরিবেশ ও মানবিকতার মিলন।

নুরসেলিম লস্কর, বাসন্তী: একুশে জুলাই উপলক্ষে দলীয় প্রস্তুতি মিটিং-এর পাশাপাশি এক মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের সাক্ষী থাকল বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। আজ সেখানে প্রায় ৫০ জন অসহায় ও বিধবা মা-বোনের হাতে গাছের চারা তুলে দিলেন বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নুর এলাহি গাজী এবং সুন্দরবনের বিশিষ্ট কবি ও সমাজসেবী ফারুক আহমেদ সরদার। এই কর্মসূচির মূল বার্তা ছিল, "গাছ লাগান, পরিবেশ বাঁচান"— পাশাপাশি সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো। পরিবেশ রক্ষা ও সবুজায়নের উদ্দেশ্যে এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও বড় আকারে নেওয়া হবে বলে জানান আয়োজকরা।
            প্রস্তুতি মিটিং উপলক্ষে এই ব্যতিক্রমী সামাজিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সমাজসেবার সাথে পরিবেশ রক্ষার এক অপূর্ব সমন্বয়ের সাক্ষী হয়ে রইল আমঝাড়া।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন