সল্টলেকে ভয়াবহ পথ দুর্ঘটনায় জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনায় হাওড়া থেকে গ্রেফতার ঘাতক চালক।

সল্টলেকে ভয়াবহ পথ দুর্ঘটনায় জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনায় হাওড়া থেকে গ্রেফতার ঘাতক চালক।

 সুন্দরবন টিভি নিউজ ডেক্স : সল্টলেকের ৮ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় বুধবার বিকালে ঘটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি চারচাকা গাড়ি পরপর দুই বাইকে ধাক্কা মারে। সিগন্যালে দাঁড়িয়ে থাকা অনলাইন খাবার ডেলিভারি করা বাইক চালক বাসন্তীর সৌমেন মণ্ডল কে ধাক্কা মেরে রাস্তার পাশের রেলিংয়ের গায়ে আটকে দেয়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। গাড়ির যাত্রীদের উদ্ধার করা গেলেও সৌমেনকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই জীবন্ত পুড়ে মৃত্যু হয় তাঁর।

      স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ উদ্ধার কাজে উদ্যোগী না হয়ে ভিডিও করতে ব্যস্ত ছিল। খবর দেওয়া সত্ত্বেও দমকলের ইঞ্জিনও সময় মতো ঘটনা স্থলে পৌঁচ্ছায়নি , যা ক্ষোভ আরও বাড়ায়। উত্তেজিত জনতা দমকল কর্মীদের দিকে ইট-পাথর ছোড়ে এবং পুলিশের গাফিলতির অভিযোগ তোলে। তাঁদের অভিযোগ, রাস্তার নিরাপত্তার চেয়ে পুলিশের মনোযোগ বেশি থাকে টাকা তোলা নিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়।

অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত গাড়ি চালক। বৃহস্পতিবার হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় লুকিয়ে থাকার সময় তাঁকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। পরে বিধাননগর পুলিশ কমিশনারেটের হাতে তুলে দেওয়ার হয় বলে সূত্রের খবর। আর এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পথ নিরাপত্তা ও প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। অন্যদিকে বাসন্তীতে সন্তান হারিয়ে শোকে পাথর হয়ে পড়েছে সৌমেনের মা ও পরিবারের সদস্যরা। তাদের দাবি, অভিযুক্ত ঐ গাড়ির চালকের যেন কঠোরতম শাস্তি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন