কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর : বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে টানা দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। কয়েকদিন ধরে চলা প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় সুন্দরবনের নানা গ্রামে কাঁচা বাড়িঘর ভেঙে পড়েছে। বহু পরিবার রাতের পর রাত খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এভাবেই চরম সমস্যায় পড়ে এলাকাবাসী যখন দিশেহারা, তখন তাদের পাশে দাঁড়াল জয়নগর ১ নম্বর ব্লক প্রশাসন।
মঙ্গলবার রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের বাঁটরা গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। চাল, ডাল, নুন, তেল-সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী থেকে শুরু করে মাথা গোঁজার ত্রিপলও দেওয়া হয় দুর্গতদের। প্রাথমিকভাবে কয়েক ডজন পরিবারকে সহায়তা করা হলেও ধাপে ধাপে সব ক্ষতিগ্রস্ত পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আর এদিনের এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়নগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে।” এদিনের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ব্লকের বন ও ভূমি কর্মদক্ষ শুকুর আলী মোল্লা এবং ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
এবিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, টানা বর্ষণে তাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, অনেকেই গবাদি পশুও হারিয়েছেন। এমন অবস্থায় প্রশাসনের তরফে সাহায্য পৌঁছানোয় তাদের কিছুটা স্বস্তি মিলছে। তবে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সমস্যা কাটছে না বলেও তারা মত প্রকাশ করেছেন।আর জয়নগর ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, কেবল বাঁটরা নয়, গোটা ব্লকের অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও ধাপে ধাপে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে সরকারি প্রকল্পের মাধ্যমে দুর্গত পরিবারগুলিকে পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।