সুন্দরবনে স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস উদযাপন।

সুন্দরবনে স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস উদযাপন।


নিজস্ব প্রতিনিধি, বাসন্তী : স্বাধীনতা দিবসের দেশাত্মবোধের আবহের মধ্যেই সবুজ-মেরুন রঙে রঙিন হল সুন্দরবনের বাসন্তীর চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাব প্রাঙ্গন । শুক্রবার সকালে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা ও মোহনবাগানের পতাকা উত্তোলনের মাধ্যমে একসঙ্গে উদযাপিত হল দেশ স্বাধীনতার ৭৯তম বর্ষ ও ভারতীয় ফুটবলের গর্ব তথা দেশের জাতীয় ক্লাব মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস।

      অনুষ্ঠানের শুরুতে ক্লাব সভাপতি সাবির হোসেন শেখ এবং সম্পাদক শরদিন্দু মাঝি জাতীয় পতাকা উত্তোলন করেন ও শহীদ বেদীতে মাল্যদান করে স্বাধীনতা সংগ্রামীদের সন্মান জানান। পরে মোহনবাগান ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে ফুটবলপ্রেমী এই সংগঠনের প্রতিষ্ঠা দিবসের সূচনা হয়।সেই সঙ্গে এদিন শহীদদের প্রতি এবং মোহনবাগানের অমর একাদশের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীদের হাতে মিষ্টি তুলে দিয়ে আনন্দ ভাগ করে নেন ক্লাব সদস্যরা। দেশপ্রেম ও ফুটবলপ্রেমের এই দ্বৈত উদযাপনে উৎসবমুখর হয়ে ওঠে সমগ্র এলাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন