নুরসেলিম লস্কর, ক্যানিং : স্বাধীনতা দিবসের আনন্দ ও গৌরবকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা মানবিকতার স্পর্শে ভরিয়ে তুললেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদির একদল গৃহবধূ। শুক্রবার সকালে তালদি এসসি-এসটি-ওবিসি মাইনরিটি ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে মহাসমারোহে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি গৃহবধূদের এই সংগঠন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দিলেন নতুন পোশাক ।
আর এদিনের এই অভিনব স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সম্পর্কে সমিতির সদস্যা রাখি মণ্ডল, রুপালি মণ্ডল, শিবানী দাস, সোমা মণ্ডল ও সাবিনা বিবি জানান, শুধু বছরে একবার জাতীয় পতাকা তোলাই স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায় নয়। সমাজ ও পরিবারের প্রতি দায়িত্ববোধও স্বাধীনতার অংশ। তাঁদের কথায়, “বাবা-মায়ের সেবা ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক এবং সামাজিক দায়িত্ব। আজ সেই দায়িত্ব পালন করতে পেরে গর্বিত আমরা।” আর এদিন শতাধিক গৃহবধূ উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং এলাকার ঘরছাড়া ও আর্থিকভাবে অসহায় পরিবারের হাতে পোশাক বিতরণ করেন। স্বাধীনতার দিনে এই উদ্যোগে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে প্রশংসার ঢেউ।