সুন্দরবনে শুটিং শুরু হল পাল ফিল্ম প্রোডাকশনের শর্ট ফিল্ম "মধু"

সুন্দরবনে শুটিং শুরু হল পাল ফিল্ম প্রোডাকশনের শর্ট ফিল্ম "মধু"



নিজস্ব প্রতিনিধি, ক্যানিংঃ
 ফিল্ম প্রোডাকশনের নিবেদিত ভারতীয়  স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র "মধু"-শুটিং শুরু হয়েছে সুন্দরবনে।এই ছবিটি এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে এসেছে। সুন্দরবনের জল, জঙ্গল এবং সেখানকার মানুষের জীবনযুদ্ধ নিয়ে এই অসাধারণ গল্পটি বুনেছেন পরিচালক বিশ্বজিৎ পাল, যার লেখনী, চিত্রনাট্য ও সংলাপে প্রতিটি চরিত্র জীবন্ত হয়ে উঠেছে। এই ছবিটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি সুন্দরবনের এক নিবিড় প্রতিচ্ছবি। এই ছবিটি আপনাদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নেবে। মধু ছবিতে ডিওপি অমিত মুখার্জি সম্পাদনা সুমন্ত ঘোষ প্রযোজনা কাকলী পাল।ফিল্মে বেশ কয়েকটি অসাধারণ গান রয়েছে যার সংগীত পরিচালক সত্যজিৎ পাল।অভিনয়ে প্রিয়া ও বিশ্বজিৎ পালের অসাধারণ অভিনয়ে চিত্রায়িত করে তুলেছে ছবিতে।পাশাপাশি অভিনয়ে কৌশিক ঘোষ ডঃ শিবানী দত্ত,নয়ন নাথ, বাপন নন্দী,সজল দাস,ঝর্ণা ঘোষ, প্রশান্ত সরকার,ঋজু মন্ডল সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রী অসাধারণ অভিনয়ে সুন্দরবনের জল জঙ্গল মানুষের গল্পের কাহিনী হয়ে উঠেছে এক নতুন পরশমণির ছোঁয়ায়।ইতিমধ্যে পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত দুটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র সবুজ দ্বীপের পাঠশালা এবং সুন্দরবনের বেলা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে।ইতিমধ্যে গত ৩ আগস্ট কলকাতা শহীদ সূর্য সেন ভবনে আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভ্যালে সুন্দরবনের বেলা বেস্ট শর্ট ফিল্ম সুন্দরবন সমন্বিত অ্যাওর্য়াডে সম্মানিত হয়েছে।ফলে আগামী শর্ট ফিল্ম "মধু" সবাইকে ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানালো পাল ফিল্ম প্রোডাকশনের শিল্পী কুশলী।দর্শকদের ভালোবাসা ও সমর্থনে অনুপ্রেরণা হয়ে উঠুক ছবিটি এমনি মতামত ছবির অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সমস্ত ইউনিট।এ বিষয়ে অভিনেত্রী প্রিয়া ও অভিনেতা কৌশিক ঘোষ বলেন পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র "মধু" ছবিতে আমাদের প্রথম কাজ।অসাধারণ গল্প।যার কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালক বিশ্বজিৎ পাল।যিনি একাধারে একজন সাংবাদিক এবং সুন্দরবনের ভূমিপুত্র।ছবি সকলের কাছে ভালো লাগবে।সুন্দরবনের প্রত্যন্ত গ্রামীণ সোদা মাটির নোনা জলে গন্ধ পাওয়া যাবে।ছবিটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন