পৌর এলাকার প্রবীণ নাগরিক দের গুলি করে মারার হুমকি ! আতঙ্কে এলাকাবাসী ।
নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্রপুর : জলাভূমি ভরাটে বাধা দেওয়ায় পৌর এলাকার প্রবীণ নাগরিক দের গুলি করে হত্যার হুমকি জমি মাফিয়াদের! আর এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
অভিযোগ, বোয়ালিয়া উজ্জ্বয়ীনি মোড়ের রাস্তার পাশে প্রায় ১৪ বিঘা জলা জমি রয়েছে, যা সরকারি রেকর্ডে ডোবা হিসেবেই নথিভুক্ত। কিন্তূ এখন এই জমি ভরাটের চেষ্টা চালাচ্ছে স্থানীয় দুই জমি মাফিয়া—আব্বাস ও আলামিন। বুধবার রাতে তারা হঠাৎই জেসিবি ও ডাম্পার নিয়ে এসে জমি ভরাট করতে শুরু করে । খবর পেয়ে এলাকার বয়স্ক নাগরিকরা রাস্তায় নেমে বাধা দেন। স্থানীয়দের দাবি, তখনই আব্বাস তাঁদের প্রাণে মারার হুমকি দিয়ে যায়। এলাকাবাসী আরও জানান, তাঁরা আগে পৌরমাতা দিপালী নস্কর, পৌরসভার চেয়ারম্যান এবং সর্বশেষে নরেন্দ্রপুর থানার পুলিশকে বিষয়টি জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর এবিষয়ে ভুজঙ্গ ভূষণ দাস নামে এক প্রবীণ নাগরিক বলেন, “আমরা চাই না এই জলাভূমি ভরাট হোক। এখানে একটা পার্ক তৈরি হোক। মুখ্যমন্ত্রীই তো বলেছিলেন জলাভূমি রক্ষা করতে হবে।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে যখন জেসিবি দিয়ে মাটি ফেলা হচ্ছিল, তখন এলাকাবাসীর প্রতিবাদে মাফিয়ারা ডাম্পার নিয়ে পালিয়ে যায়। তবে গভীর রাতে ফের দু’জন শ্রমিক এসে ডাম্পার থেকে ফেলে যাওয়া মাটি সরাতে গেলে নাগরিকরা তাঁদের ধরে পুলিশে খবর দেন। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে ওই দুই শ্রমিককে আটক করে নিয়ে যায়।" আর এই ঘটনার পর থেকেই এলাকাজুড়ে ভয় ও উত্তেজনা ছড়িয়েছে। বাসিন্দাদের দাবি, জমি মাফিয়া আব্বাস প্রকাশ্যেই তাঁদের গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে। আতঙ্কিত পৌর নাগরিকদের এখন একটাই আবেদন—এই জলাভূমি রক্ষায় ও তাঁদের নিরাপত্তায় মুখ্যমন্ত্রী নিজে সরাসরি হস্তক্ষেপ করুন।
নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্রপুর : জলাভূমি ভরাটে বাধা দেওয়ায় পৌর এলাকার প্রবীণ নাগরিক দের গুলি করে হত্যার হুমকি জমি মাফিয়াদের! আর এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
অভিযোগ, বোয়ালিয়া উজ্জ্বয়ীনি মোড়ের রাস্তার পাশে প্রায় ১৪ বিঘা জলা জমি রয়েছে, যা সরকারি রেকর্ডে ডোবা হিসেবেই নথিভুক্ত। কিন্তূ এখন এই জমি ভরাটের চেষ্টা চালাচ্ছে স্থানীয় দুই জমি মাফিয়া—আব্বাস ও আলামিন। বুধবার রাতে তারা হঠাৎই জেসিবি ও ডাম্পার নিয়ে এসে জমি ভরাট করতে শুরু করে । খবর পেয়ে এলাকার বয়স্ক নাগরিকরা রাস্তায় নেমে বাধা দেন। স্থানীয়দের দাবি, তখনই আব্বাস তাঁদের প্রাণে মারার হুমকি দিয়ে যায়। এলাকাবাসী আরও জানান, তাঁরা আগে পৌরমাতা দিপালী নস্কর, পৌরসভার চেয়ারম্যান এবং সর্বশেষে নরেন্দ্রপুর থানার পুলিশকে বিষয়টি জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর এবিষয়ে ভুজঙ্গ ভূষণ দাস নামে এক প্রবীণ নাগরিক বলেন, “আমরা চাই না এই জলাভূমি ভরাট হোক। এখানে একটা পার্ক তৈরি হোক। মুখ্যমন্ত্রীই তো বলেছিলেন জলাভূমি রক্ষা করতে হবে।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে যখন জেসিবি দিয়ে মাটি ফেলা হচ্ছিল, তখন এলাকাবাসীর প্রতিবাদে মাফিয়ারা ডাম্পার নিয়ে পালিয়ে যায়। তবে গভীর রাতে ফের দু’জন শ্রমিক এসে ডাম্পার থেকে ফেলে যাওয়া মাটি সরাতে গেলে নাগরিকরা তাঁদের ধরে পুলিশে খবর দেন। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে ওই দুই শ্রমিককে আটক করে নিয়ে যায়।" আর এই ঘটনার পর থেকেই এলাকাজুড়ে ভয় ও উত্তেজনা ছড়িয়েছে। বাসিন্দাদের দাবি, জমি মাফিয়া আব্বাস প্রকাশ্যেই তাঁদের গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে। আতঙ্কিত পৌর নাগরিকদের এখন একটাই আবেদন—এই জলাভূমি রক্ষায় ও তাঁদের নিরাপত্তায় মুখ্যমন্ত্রী নিজে সরাসরি হস্তক্ষেপ করুন।