শৃঙ্খলিত স্বাধীনতা
রুবি সরকার
ওগো বন্দী মনের বার্তাবাহক
ডাকে বিশ্ব বিবেক বিশ্ব চেতনার আবাহক ,
এসো নিয়ে যাও বিশ্বের ঘরে ঘরে
না বলা যত ব্যথা জমা আছে অন্তরে।
স্বপ্নবিলাসি শৈশবহীন শিশুমন
নিষেধের কারাগারে রেখে বন্দী
মানুষ করার নামে আর কতদিন
চলবে এসব নিত্য নতুন ফন্দি।
বলো কোন অপরাধে আজ বৃন্তচুত্য
সবুজ কিশলয় গুলি, না হতে পর্ন
তাদের রূপকথার জগৎ আর
শৈশব খেলা ঘর ভেঙে হয় চূর্ন।
ওহে, ক্ষমতাসীন দেশ গঠনের ভণ্ডকারিগর
ভীরু-দাম্ভিক-লোভী- স্বার্থপর ;
কি তোমাদের সত্যি চাওয়া
দেশের যারা ভবিষ্যৎ তাদের মানুষ হওয়া,
নাকি, আশা-স্বপ্ন-প্রতিবাদের ভাষা
মূল্যবোধের চেতনা কেড়ে নিয়ে
এক একটা নির্বোধ ইচ্ছাপূরণ যন্ত্র
বানিয়ে দেওয়া।
ওই দেখো চেয়ে বিশ্বের প্রতি প্রান্তরে
তোমাদের হাতে লাঞ্ছিত হয়ে
অসহায় শিশুমন মরা কুসুমের পাপড়ির মতো
ঝরে প্রতিদিন প্রতিক্ষণ।