অবশেষে,ঘুটিয়ারীর নিহত জামিলের পরিবারের সঙ্গে দেখা করলেন বিধায়ক পরেশ রাম দাস। তুলে দিলেন আর্থিক সাহায্যও।

অবশেষে,ঘুটিয়ারীর নিহত জামিলের পরিবারের সঙ্গে দেখা করলেন বিধায়ক পরেশ রাম দাস।  তুলে দিলেন আর্থিক সাহায্যও।


নুরসেলিম লস্কর, ক্যানিং : অবশেষে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি তে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডে নিহত জামিল শেখের পরিবারের পাশে দাঁড়ালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। জানাগিয়েছে, ঐ ঘটার পর থেকে বিগত আট দিন ধরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে এলাকায় ফিরেই শনিবার সন্ধ্যায় নিজের বিধায়ক কার্যালয়ে নিহতের মা, বাবা, স্ত্রী ও বোনেদের সঙ্গে দেখা করেন তিনি। আর এদিন শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিধায়ক প্রতিশ্রুতি দেন, দোষীরা যেন আইনের চোখ এড়িয়ে যেতে না পারে এবং উপযুক্ত শাস্তি পায়, সে বিষয়ে তিনি নিজেই যথাযথ পদক্ষেপ নেবেন। পাশাপাশি শনিবার নিহতের পরিবারের হাতে তিনি আর্থিক সাহায্যও তুলে দেন। সেই সঙ্গে বিধায়ক পরেশ রাম দাস নিহতের পরিবারের সদস্যদের আশ্বাস দেন যে,ভবিষ্যতেও ঐ পরিবারের প্রয়োজন অনুযায়ী তিনি তাদের পাশে থাকবেন।

আর এদিন ঘুটিয়ারী শরীফের নিহত ঐ যুবকের পরিবারের সঙ্গে দেখা করার পরে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস মন্তব্য করেন, “এই জঘন্য ঘটনাকে ঘিরে কেউ ধর্মের আড়ালে রাজনৈতিক ফায়দা তুলতে চাইলে তাতে তারা সফল হবে না। ক্যানিং পশ্চিম বিধানসভায় সাম্প্রদায়িকতার রাজনীতি করা যায় না। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সহ সমস্ত ধর্মের মানুষ আমরা এক পরিবার। দুষ্কৃতীদের কোনো ধর্ম বা দল নেই।” প্রসঙ্গত, গত দুদিন আগে এই ঘটনা কে কেন্দ্র করে ক্যানিং থানা তে দাঁড়িয়ে বর্তমান রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী বিধায়ক পরেশ রাম দাস কে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "স্থানীয় বিধায়ক হিসাবে পরেশ দাসের উচিৎ ছিল নিহত জামিলের পরিবারের সঙ্গে দেখা করা এবং তাদের পাশে দাঁড়ানো! কিন্তূ তখনো পর্যন্ত ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস তা না করায় তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে এর ফল ভুগতে হবে বিধায়ক পরেশ রাম দাস কে!"  আর এদিন নিহত ঐ যুবকের পরিবারের সদস্যদের সাথে দেখা করার পাশাপাশি পীরজাদা কাসেম সিদ্দিকীর ওই বিস্ফোরক মন্তব্যের জবাব দিতে গিয়ে এবারে বিস্ফোরক মন্তব্য করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। এদিন তিনি কাসেম সিদ্দিকী কে সরাসরি বিজেপি, সিপিআইএম ও আইএসএফ-এর দালাল বলে তীব্র আক্রমণ করে বলেন, ওঁনার উচিৎ ছিল আমার বিধাসভা এলাকায় আসার আগে আমার সাথে একবার হলেও আলোচনা করা, আর তা না করে এসেও আবার দল বিরোধী মন্তব্য করছেন, বলছেন মানুষ ২৬ শে বুঝিয়ে দেবে! তাই আমাদের দলের উচিৎ অবিলম্বে এরকম সিপিএম, বিজেপির তামাক খেয়ে কথা বলা লোকেদের চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়া!"

 আর এই ঘটনা কে কেন্দ্র করে এখন ক্যানিং মহাকুমা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা! তবে স্থানীয় মহলের মতে, বিধায়কের এই পদক্ষেপে শোকাহত পরিবার কিছুটা হলেও এবার ভরসা পাবে। সেই সঙ্গে অপরাধীদের কাছেও একই সঙ্গে এই বার্তা যাবে যে, প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিহত জামিলের পরিবারের পাশে রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন