মগরাহাটে এনসিসি-র বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে এনসিসি-র রাজ্য ADG ও গ্রুপ কমান্ডার।

মগরাহাটে এনসিসি-র বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে এনসিসি-র রাজ্য ADG ও গ্রুপ কমান্ডার।


বাইজিদ মণ্ডল, মগরাহাট : মগরাহাট কলেজের প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হলো ৩৩ বেঙ্গল বিএন-এর বার্ষিক আট দিনের ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC) প্রশিক্ষণ ক্যাম্প। তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম জাগিয়ে তোলার উদ্দেশ্যে প্রতি বছর এই ক্যাম্পের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ক্যাম্পের প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন রাজ্যের কমান্ডো অ্যান্ড চিফ, অতিরিক্ত মহাপরিদর্শক (ADG) মেজর জেনারেল অমৃত পাল সিং এবং এনসিসি গ্রুপ কমান্ডার সেসার বাসু। আর এদিন অনুষ্ঠানের শুরুতেই কলেজ প্রাঙ্গণে ক্যাডেটদের দ্বারা গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। এরপর ক্যাম্পের প্রশিক্ষণ মঞ্চে গিয়ে কর্মকর্তারা ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ, মানচিত্র পঠন, রণকৌশল ও নেতৃত্বের বিভিন্ন অনুশীলন ঘুরে ঘুরে দেখেন। ক্যাডেটদের সঙ্গে আলাপচারিতার সময় তারা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতের জন্য সঠিক দিকনির্দেশ দেন।

    আর এবিষয়ে কর্মকর্তারা জানান, এনসিসি শুধু সামরিক প্রশিক্ষণ নয়, বরং এটি শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা এবং শারীরিক ও মানসিক বিকাশের এক অন্যতম ক্ষেত্র। প্রশিক্ষণের মাধ্যমে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস গড়ে ওঠে, যা তাদের আগামী জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।" ৩৩ বেঙ্গল বিএন মূলত কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। দশম শ্রেণি থেকে স্নাতক প্রথম বর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা এনসিসি-তে ভর্তি হওয়ার সুযোগ পান। বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে ক্যাডেটরা মৌলিক সামরিক দক্ষতা অর্জন করার পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গেও যুক্ত হয়।ক্যাম্পের আয়োজকরা জানান, শেষ দিনে সমাপ্তি অনুষ্ঠানে কৃতী ক্যাডেটদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং জাতীয় চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

     স্থানীয় বাসিন্দারাও জানান, এই ধরনের উদ্যোগ মগরাহাট কলেজ এবং পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগায়। ক্যাডেটদের আন্তরিক প্রচেষ্টা এবং কর্মকর্তাদের পরামর্শে পুরো ক্যাম্পজুড়ে ছিল উচ্ছ্বাস ও প্রাণবন্ত আবহ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন