নুরসেলিম লস্কর, ক্যানিং : দেশের বিভিন্ন প্রান্তে সময় সময়ে বাঙালি পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ পর্যটকদেরও শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে আক্রান্ত হতে হয়েছে। কখনও শারীরিক নির্যাতন, কখনও আবার অপমান-অবহেলার শিকার হতে হয়েছে বহু মানুষকে। এই সামাজিক বাস্তবতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং দেশবাসীকে সচেতন করতে ক্যানিং বাসস্ট্যান্ডে এক অভিনব কর্মসূচি আয়োজন করা হয়।
শনিবার ক্যানিং মজদুর ইউনিয়নের প্রায় ৫০ জন শ্রমিককে বিশেষ বার্তা লেখা টি-শার্ট উপহার দেন সুন্দরবনের বিশিষ্ট সমাজকর্মী তথা কবি ফারুক আহমেদ সরদার। সেই টিশার্টে স্পষ্ট লেখা ছিল— “আমি ভারতীয়, আমি বাঙালি, আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলাদেশী নই।” এদিন এই অভিনব প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে ফারুকবাবু জানান, “ভিন রাজ্যে বাঙালিরা যখন বাংলা বলার কারণে অপমানিত হচ্ছেন, তখন আমাদের একসাথে দাঁড়াতে হবে। আমরা এই দেশের নাগরিক, ভারতীয় এবং আমাদের মাতৃভাষা বাংলা—এই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই।” আর স্বাভাবিক ভাবেই স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজে এখনই এ ধরনের সচেতনতা প্রয়োজন। বিশেষত পরিযায়ী শ্রমিকদের সম্মান রক্ষার জন্য এই প্রতিবাদ আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া উচিত। আর এদিনের এই কর্মসূচি ক্যানিং এলাকায় সাধারণ মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শ্রমিক ইউনিয়নের সদস্যরা জানান, তারা আগামী দিনেও এই সচেতন বার্তা জনে জনে পৌঁছে দেবেন।

