নুরসেলিম লস্কর, বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর রেলস্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন এক মহিলা যাত্রী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বারুইপুর রেল স্টেশনে ।
রেল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা যাত্রীর বৈধ টিকিট ছিল না। তা সত্ত্বেও মহিলা কামরায় উঠে পড়েন তিনি। এরপর ডিউটিতে থাকা মহিলা টিকিট পরীক্ষক তাঁকে টিকিট দেখাতে বললে হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই মহিলা যাত্রী। রাগের বশেই তিনি হাতে থাকা গরম ঘুগনির বাটি মুখে ছুড়ে মারেন টিকিট পরীক্ষকের দিকে। এতে টিকিট পরীক্ষক সাময়িকভাবে আঘাত পান ও আতঙ্কিত হয়ে পড়েন। আর এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত যাত্রীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর আক্রান্ত টিকিট পরীক্ষক তৎক্ষণাৎ রেল পুলিশকে বিষয়টি জানান। অভিযুক্তের নাম সাইদা বিবি, তিনি সুভাষগ্রামের বাসিন্দা। আর এই ঘাটনার খবর পেয়ে বারুইপুর GRP দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে অপরাধ কবুলও করেন ওই অভিযুক্ত মহিলা বলের সূত্রের খবর।
আর বারুইপুর GRP ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কর্তব্যরত কর্মীদের ওপর এভাবে হামলা রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে।" আর এই ঘটনায় ফের একবার প্রশ্ন তুলে দিল রেল কর্মীদের নিরাপত্তা নিয়েও! প্রসঙ্গত, কিছু দিন আগে ক্যানিংয়েও এক মহিলা টিকিট পরীক্ষক টিকিট চেকিংয়ের সময়ে এক যাত্রীর হাতে আক্রান্ত হন। সেদিন ওই টিকিট পরীক্ষক অভিযোগ করেছিলেন যে, তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন অভিযুক্ত এক যাত্রী।