সংখ্যালঘু সমাজের নানান ইস্যু নিয়ে জরুরি সভা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের ।

সংখ্যালঘু সমাজের নানান ইস্যু নিয়ে জরুরি সভা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের ।


নিজস্ব প্রতিনিধি, সংগ্রামপুর :
রাজ্য ও দেশের বর্তমান সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে উদ্ভূত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রবিবার সংগ্রামপুর ইলহাম মিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ আয়োজিত এক “জরুরি আলোচনা সভা”। এই সভায় সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সমাজের নানা সমস্যার কথা বিশেষভাবে আলোচিত হয়। আলোচনার মূল বিষয় ছিল — SIR ইস্যু, মুসলিম সম্প্রদায়ের OBC বঞ্চনা, ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ, মব-লিঞ্চিং, মাদ্রাসা সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন সামাজিক বৈষম্য। এই সমস্ত ইস্যুর প্রেক্ষিতে সংখ্যালঘু সমাজের সচেতনতা বৃদ্ধি ও সংগঠনের করণীয় নির্ধারণের লক্ষ্যে সভার আয়োজন করা হয়।
 
আর বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের এদিনের এই জরুরী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন। সেই সঙ্গে এই সভায় উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ, সাধারণ সম্পাদক প্রফেসর জাহান আলী পুরকাইত, সহ সভাপতি এ.কে.এম. গোলাম মর্তুজা, মহিলা শাখার দায়িত্বপ্রাপ্ত প্রফেসর সালেহা বেগম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, এবং বিশিষ্ট সমাজকর্মী মাওলানা নুরুল ইসলাম। এছাড়াও সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিরা— পাস্টর শ্যামল ঘড়ুই, ফাদার দেবাশীষ, ফাদার সুজিত গোমস, আইনজীবী শ্রাবন্তি জানা, এডভোকেট শবনম খাতুন প্রমুখ।
 


 আর এদিনের জরুরী সভার পাশাপাশি বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী সভার তারিখ ও স্থান নির্ধারণের মধ্য দিয়ে এবং পরিশেষে উপস্থিত অতিথিরাদের — “ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে ঐক্য, সাম্য ও ন্যায়ের পরিবেশ গড়ে তোলার একযোগে বার্তা দেওয়ার মধ্যে দিয়ে এই বিশেষ আলোচনার সমাপ্তি ঘটে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন