সুন্দরবন টিভির মুকুটে নতুন পালক ! বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত সুন্দরবনের ডিজিটাল চ্যানেল।

সুন্দরবন টিভির মুকুটে নতুন পালক ! বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত সুন্দরবনের ডিজিটাল চ্যানেল।


সুন্দরবন টিভি নিউজ ডেক্স : প্রান্তিক সুন্দরবনের গণ্ডি ছাড়িয়ে আবারও রাজ্যের ডিজিটাল জগতে দাগ কেটে ফেললো 'সুন্দরবন টিভি' । শনিবার সন্ধ্যায় কলকাতার আই.সি.সি.আর-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত হলো সুন্দরবনের জনপ্রিয় এই ডিজিটাল সংবাদ চ্যানেল।


আর এদিন সংবাদ সংস্থা ‘টুডে স্টোরি নিউজের' পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলার প্রায় ২৮০০ ডিজিটাল সংবাদ সংস্থার মধ্যে থেকে বাছাই করে এদিন সুন্দরবন টিভি-র পাশাপাশি এই সম্মানে ভূষিত করা হয় বঙ্গ টিভি’, ‘ইন্ডিপেন্ডেন্স বেঙ্গল’, ‘হ্যালো কলকাতা’, ‘কলকাতা২৪x৭’ সহ এরাজ্যের মোট ৩০টি শীর্ষস্থানীয় ডিজিটাল চ্যানেল কে । আর দীর্ঘ দিন ধরে পশ্চিমবঙ্গের ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে অবদান রেখে চলা ' বেঙ্গল ডিজিটাল মিডিয়া ২০২৫' এর আয়োজক সংস্থা টুডে স্টোরি নিউজের পক্ষ থেকে এদিন বাংলার এই প্রথম সারির চ্যানেলগুলির প্রতিনিধিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয় 'বেঙ্গল ডিজিটাল মিডিয়া ২০২৫' এর মেমেন্টো সহ এবছরের সম্মান স্মারকও।


আর এদিন ডিজিটাল মিডিয়ার কর্মীদের মনোবল বাড়াতে ও তাঁদের কে উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের দুই বিশিষ্ট সাংবাদিক ড. ঋতব্রত ভট্টাচার্য ও শুভজিৎ দাস। তাঁরা ডিজিটাল সাংবাদিকতার ভবিষ্যৎ ও সমাজে এর প্রভাব নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তারা বলেন, “ডিজিটাল মিডিয়া আজ কেবল খবরের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। প্রত্যন্ত অঞ্চলের কণ্ঠস্বরকে সামনে আনতে বর্তমানে ডিজিটাল মিডিয়ার বিকল্প নেই।" তাঁরা আরো বলেন যে, এই ডিজিটাল মিডিয়ায় কিন্তূ ভবিষ্যত! তাই যে বা যারা এই ডিজিটাল সংবাদ মাধ্যমের সাংবাদিক দের কে সাংবাদিক বলতে দ্বিধা করেন, অপমানিত করেন তাদেরকে আমরা ধিক্কার জানাই। সেই সঙ্গে তাঁরা এদিন ডিজিটাল মিডিয়া নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা কে তীব্র সমালোচনা করে বলেন,'২০২১ সালে এই ডিজিটাল মিডিয়ার জন্য নিদিষ্ট নীতি বা গাইড লাইন দেওয়ার কথা থাকলেও তা আজও পর্যন্ত দেয়নি সরকার এমন কি আজও ডিজিটাল মিডিয়ার কর্মীদের সরকারি পরিচয় পত্র দেওয়া হয়নি। এই উদাসীনতা সরকারের কাছে একে বারে কাম্য নয়!" আর সম্মান গ্রহণের পর সুন্দরবন টিভি-র সম্পাদক প্রশান্ত সরকার জানান, “এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, এটি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সুন্দরবনের মাটি, মানুষের কথা এবং তাদের লড়াইকে পৌঁছে দিতে আমরা আরও আন্তরিকভাবে কাজ করায় বদ্ধ পরিকর হলাম।” আর সম্পাদকের সুরে সুর মিলিয়ে সুন্দরবন টিভির চিফ রিপোর্টার নুরসেলিম লস্কর বলেন,'যে কোন স্বীকৃতি সেই কাজ করার ক্ষেত্রে নতুন করে আমাদের কে উদ্যোগী করে তোলে! আর আমরা সুন্দরবন টিভির পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড সুন্দরবনের, জলে কুমির আর ডাঙ্গায় বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকা প্রত্যেক সুন্দরবনবাসীকে উৎসর্গ করছি। কারণ নোনা জল আর মিঠে মাঠির ঐ মানুষ গুলো জন্যই আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি।


আর ডিজিটাল মিডিয়ার কর্মীদের এভাবে মনোবল বাড়ানো ‘টুডে স্টোরি নিউজ’-এর চেয়ারম্যান কে এই অনুষ্ঠানে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে, “বর্তমানে কত ডিজিটাল মিডিয়া আছে, তার কোন হিসাব নেই। কিন্তু আমরা বেছে বেছে রাজ্যের সেরা ও নির্ভরযোগ্য ডিজিটাল সংস্থাগুলোকেই এই অ্যাওয়ার্ডে সম্মানিত করেছি। কারণ ভবিষ্যৎ ডিজিটাল মিডিয়ার হাতেই।” তবে সুন্দরবন টিভির এই স্বীকৃতির মাধ্যমে আজকে প্রমাণিত হলো—রাজ্যের প্রান্তিক অঞ্চল থেকেও সাংবাদিকতার মানদণ্ডে সেরা হওয়া সম্ভব। সুন্দরবন টিভির এই অর্জন নিঃসন্দেহে পুরো সুন্দরবন অঞ্চলের গর্ব এবং তরুণ ডিজিটাল সাংবাদিকদের জন্য এক অনুপ্রেরণা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন