শিক্ষাঙ্গনে মানবিকতার উৎসব ! উপকৃত বহু সাধারণ মানুষ ।

শিক্ষাঙ্গনে মানবিকতার উৎসব ! উপকৃত বহু সাধারণ মানুষ ।



নুরসেলিম লস্কর, ক্যানিং : উৎসবমুখর আবহে বুধবার ক্যানিং ১ ব্লকের গোপালপুর অঞ্চলের আমতলা গ্রামে অনুষ্ঠিত হলো মানবিকতার উৎসব। স্থানীয় অভিজ্ঞ কোচিং সেন্টার ও তানবীর শিশু শিক্ষা নিকেতনের যৌথ ব্যবস্থাপনায় ও শিক্ষক মুন্না পিয়াদার উদ্যোগে তাদের কোচিং সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা উৎসব।


 আর কোচিং সেন্টারের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীর প্রচেষ্টায় এই মহতী উৎসব দেখতে দেখতে এবছর ১৩তম বর্ষে পদর্পন করলো। আর এদিনের এই পুরো কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ক্যানিং মহাকুমা হাসপাতালের তত্ত্বাবধানে, যেখানে উপস্থিত থেকে তত্ত্বাবধান করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সামিম শেখ। আর দিনভর চলা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি চলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ইসিজি পরীক্ষা ও বিভিন্ন রোগের রক্ত পরীক্ষা। 



আর এদিনের এই দুই শিক্ষাঙ্গনের যৌথ ভাবে আয়োজিত এই রক্তদান শিবিরে কোচিং সেন্টারের ছাত্র - ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক, অভিভাবিকা সহ স্থানীয় বাসিন্দারা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। আর এদিনের এই কয়েকশো রক্তদাতাদের মধ্যে মহিলাদের হার ছিল চোখে পড়ার মতো! সেই সঙ্গে এই স্বাস্থ উৎসবে এলাকার প্রায় কয়েকশো সাধারণ মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। ৫০ জনেরও বেশি মানুষ ইসিজি পরীক্ষা ও প্রায় দুই শতাধিক মানুষ তাদের বিভিন্ন রোগের রক্ত পরীক্ষাও করান। সব মিলিয়ে এদিন অভিজ্ঞ কোচিং সেন্টার ও তানবীর শিশু শিক্ষা নিকেতনের এই স্বাস্থ উৎসব এদিন সামাজিক মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সেই সঙ্গে এই দুই প্রতিষ্ঠান তাদের সকল ছাত্র - ছাত্রীদের সহ সমাজেও এক মানবিকতার বার্তা ছড়িয়ে দিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন