শীতের শুরুতেই দক্ষিণরায় দর্শন । সুন্দরবনের জঙ্গলে বাঘ দেখে উচ্ছ্বসিত পর্যটকরা !

শীতের শুরুতেই দক্ষিণরায় দর্শন । সুন্দরবনের জঙ্গলে বাঘ দেখে উচ্ছ্বসিত পর্যটকরা !


কুতুব উদ্দিন মোল্লা, কুলতলী : শীতের আমেজ পড়তে না পড়তেই পর্যটনে প্রাণ ফিরছে সুন্দরবনে। নভেম্বরের শুরুতেই দক্ষিণ সুন্দরবনের জঙ্গলে দেখা মিলেছে মহামূল্যবান রয়্যাল বেঙ্গল টাইগারের — আর সেই বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন একদল ভাগ্যবান পর্যটক।


জানা গিয়েছে, জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকা থেকে একদল পর্যটক সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করেন। কলস দ্বীপের কাছে নদীর ধারে তাঁরা হঠাৎই দেখতে পান, একটি বিশালাকৃতির বাঘ জলের ধার ঘেঁষে নেমে আসছে। মুহূর্তের মধ্যেই নীরবতা ভেঙে ওঠে উত্তেজনায়। পর্যটকরা জানান, প্রায় কয়েক মিনিট ধরে তাঁরা বাঘটিকে স্পষ্টভাবে দেখতে পান। কেউ কেউ সেই দৃশ্য মুঠোফোনে বন্দি করতেও সক্ষম হন। আর এবিষয়ে সুন্দরবনের ট্যুর অপারেটরা জানান, “শীতের মরশুম শুরু হতেই পর্যটকদের আনাগোনা কয়েকগুণ বেড়েছে। আর এবার মরশুমের প্রথম দিকেই বাঘের দেখা পাওয়ায় পর্যটকদের উৎসাহ তুঙ্গে।” আর সুন্দরবনে বাঘের দর্শন পাওয়া শ্যামনগরের বাসিন্দা পর্যটক আবু সিদ্দিক গাজী ও হাফিজুল লস্কর বলেন, “দীর্ঘ দশ বছর পর সুন্দরবনের জঙ্গলে এভাবে বাঘের দেখা পেলাম। সত্যিই জীবন সার্থক মনে হচ্ছে। এই অভিজ্ঞতা কোনওদিন ভুলব না।”



অন্য দিকে স্থানীয় পর্যটন ব্যাবসায়ী সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতেই সুন্দরবনে পর্যটনের নতুন প্রাণ ফিরেছে। বাঘ দর্শনের খবর ছড়িয়ে পড়তেই জঙ্গলে ভ্রমণের আগ্রহ আরও বেড়েছে দেশ-বিদেশের পর্যটকদের মধ্যে।আর পর্যটকদের মতে, “বাঘের মুখোমুখি হওয়া ভয়ের হলেও, সেটাই সুন্দরবন ভ্রমণের আসল রোমাঞ্চ।” আর এই রোমাঞ্চেই মেতে উঠেছে গোটা সুন্দরবন — শীতের শুরুতেই যেন শুরু হয়ে গেল এক নতুন পর্যটন উৎসব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন