খেলার সময় এম্বুলেন্সের ধাক্কায় আহত হয় প্রথম শ্রেনীর ছাত্রী রুবাইয়া খাতুন।
bySundarban TV•
0
খেলার সময় এম্বুলেন্সের ধাক্কায় আহত হয় প্রথম শ্রেনীর ছাত্রী রুবাইয়া খাতুন।
নিজস্ব প্রতিনিধি |ক্যানিং |মঙ্গলবার সকালে খেলার সময় হঠাৎই একটি এম্বুলেন্স গাড়ি ধাক্কায় মারলে আহত হয় প্রথম শ্রেনীর ছাত্রী রুবাইয়া খাতুন।
ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার বেলুনি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেলুনি এলাকার প্রথম শ্রেণীর ছাত্রী রুবাইয়া খাতুন রাস্তার উপর খেলা করছিল।সেই সময় হঠাৎই একটি অ্যাম্বুলেন্সে গাড়ি ধাক্কা মারলে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রী।স্থানীয় বেশকিছু মানুষজন দেখতে পেয়ে জখম ছাত্রীকে উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতাল ভর্তী করে।সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ডায়মন্ডহারবার সদর হাসপাতালে স্থান্তরিত করে।সেখানে ছত্রীর চিকিৎসা চলছে। আহত ছাত্রীর মাথায় চোট লাগে।খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।অন্যদিকে কুলপি ঈশ্বরীপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর সাউ সহ আরও ৫ জন একটি জিও গাড়ি করে গত সোমবার পিকনিক করতে আসে ডায়মন্ডহারবার থানার কেল্লায়।সেখানে পিকনিক করে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জিও গাড়ি টি উল্টে পড়ে যায়।স্হানীয় বেশ কিছু মানুষজন দেখতে পেয়ে থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে জখমদের উদ্ধার করে ডায়মন্ডহারবার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা আলমগীর সাউ (৪২) কে মৃত বলে ঘোষনা করে।এদের মধ্যে তিনজনের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাদের কলকাতা পিজি হাসপাতালে স্হান্তরিত করে।এদিকে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে পিকনিক করতে এসে মদ্যপান করে তারা।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।