মথুরাপুর গ্রামীন হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা
নিজস্ব প্রতিনিধি, ক্যানিংঃ হাসপাতালের গাফিলতির জেরে রুগি মৃত্যু অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের।
পাঁচ বছরের বাচ্ছা মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মথুরাপুর থানার মথুরাপুর গ্রামীন হাসপাতালে। মৃত রোগীর নাম সাইন মন্ডল ।
বাড়ি লালপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষ নগর এলাকায় ।রবিবার সকালে মৃত্যুর পর ধামা চাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতালের কর্মরত ডাক্তার ও নার্স এমনি অভিযোগ ওঠে ফলে পরিবারের লোকজন উত্তেজিত হয়ে হাসপাতাল ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মথুরাপুর থানার পুলিশ। আসেন এলাকার মানুষজন।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।