পাথর প্রতিমা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু স্বামী-স্ত্রী
পাথর প্রতিমা|শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল স্বামী ও স্ত্রীর।মৃতদের নাম চিত্তরঞ্জন মাইতি(৫৩),পূর্নিমা মাইতি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার থানার লক্ষ্মীজনার্দনপুর গ্রামে। মৃত স্বামী ও স্ত্রী স্থানীয় সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীজনার্দনপুর গ্রামের বাসিন্দা পান চাষী চিত্তরঞ্জন মাইতি ও তার স্ত্রী পূর্ণিমা মাইতি দুজনে মিলে বাড়ির সামনে নিজেদের পানের বরজে টুলু পাম্প চালিয়ে জল দিচ্ছিলেন।পানের বরজে জল দেওয়ার সময় পান চাষী চিত্তরঞ্জন বরজে থাকা একটি লোহায় হাত দেয়।
কিন্তু লোহাটিতে বিদ্যুৎ থাকায় পান চাষী চিত্তরঞ্জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। চিত্তরঞ্জনকে ছাড়াতে গেলে তার স্ত্রী পূর্ণিমা মাইতি বিদ্যুৎপৃষ্ঠ হয়।সেই সময়ে পূর্ণিমা মাইতির চিৎকারে তার ছেলে কালীপদ ছুটে গিয়ে বাবা ও মাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর জখম হয়।এদিকে স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে তাদের মাধবনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা পান চাষী চিত্তরঞ্জন মাইতি ও পূর্ণিমা মাইতি কে মৃত বলে ঘোষনা করে।জখম কালিপদ মাইতির অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থান্তরিত করে।সেখানে তার চিকিৎসা চলছে।এ দিকে খবল পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ মৃত দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।পুলিশ জানান বিদ্যুৎপৃষ্ঠ স্বামী স্ত্রী মৃত্যু হয় এবং ১ জন জখম হয়।দেহ দু’টি উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।এ দিকে এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকেরছায়া।