ফলতায় কঙ্কাল উদ্ধার
ফলতা|বৃহস্পতিবার রাস্তা সম্প্রসারণের কাজ করতে গিয়ে একটি পড়ো বন্ধ দোকান থেকে কঙ্কালের মাথা আর কিছু হাড়গোড় উদ্ধার করে পুলিশ।ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনার ফলতা থানার দোস্তীপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ফলতা দোস্তীপুর রাস্তা সম্প্রসারণের কাজ চলছে বেশ কিছু দিন ধরে।এদিন রাস্তার কাজ করার সময় রাস্তার ধারে পড়ে থাকা একটি বন্ধ দোকান ভেঙে মাটি খুললে শ্রমিকরা একটি কঙ্কালের খুলি কিছু হাড়গোড় দেখতে পায়।আর এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষের ভীড় জমে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ কঙ্কালের খুলি আর কিছু হাড়গোড় উদ্ধার করে ডিএনএ পরীক্ষা করতে পাঠায়।দোকানটি কার সে বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ।তবে এটি কিসের কঙ্কাল এবং কিভাবে এল সে বিষয়ে তদন্ত শুরু করছে পুলিশ।পুলিশ জানান রাস্তা সম্প্রসারণের কাজ করার সময় একটি বন্ধ দোকান ভেঙে মাটি খুড়লে কঙ্কালের খুলি এবং কিছু হাড়গোড় বের হয়ে আসে।সেই গুলি উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।