সুন্দরবন TV
দাঁড়িয়া তৃণমূলের প্রধানের স্বামী খুন
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|রবিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতীরা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করলে মৃত্যু হয় তৃণমূলের প্রধানের স্বামী।মৃত তৃণমূলের প্রধানের স্বামীর নাম রাজু নস্কর(২৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দাঁড়িয়ার সাথিরপোল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সবনম নস্করের স্বামী মোটর বাইক করে সাতমুখী বাজার থেকে বাড়ি যাচ্ছিল।সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতীরা গুলি ছুঁড়িলে গুলি লক্ষ্য ভষ্ট হয়।তখন দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চম্পট দেয়।ঘটনাস্হলে মৃত্যু হয় রাজু নস্করের।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে।
দাঁড়িয়া তৃণমূলের প্রধানের স্বামী খুন
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|রবিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতীরা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করলে মৃত্যু হয় তৃণমূলের প্রধানের স্বামী।মৃত তৃণমূলের প্রধানের স্বামীর নাম রাজু নস্কর(২৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দাঁড়িয়ার সাথিরপোল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সবনম নস্করের স্বামী মোটর বাইক করে সাতমুখী বাজার থেকে বাড়ি যাচ্ছিল।সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতীরা গুলি ছুঁড়িলে গুলি লক্ষ্য ভষ্ট হয়।তখন দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চম্পট দেয়।ঘটনাস্হলে মৃত্যু হয় রাজু নস্করের।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে।