সুন্দরবন TV
বিজেপির উত্তর কোলকাতার সভাপতি নির্বাচিত হলেন শ্রী কিশোর কর
সুমিত মজুমদার
কোলকাতা |শান্ত প্রকৃতির এবং জন দরদী খ্যাত কিশোর কর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি জেলার অব্জার্ভারের দায়িত্ব নিয়েই বাজিমাত করার পর থেকেই কেন্দ্রীয় এবং রাজ্য
নেতৃত্বের মন জয় করেন,
এবারের লোকসভা নির্বাচনে কোলকাতায় খারাপ ফল হওয়ায় অমিত শাহের রোষের মুখে পড়তে হয় রাজ্য নেতৃত্ব কে।
জেলার অন্যতম সফল সাংগঠনিক দায়িত্ব সামলানো কার্যকর্তাদের উপর ভরসা রেখে কোলকাতায় বিজেপি কে শক্তি শালী করতে দায়িত্ব তুলে দেওয়া হলো। যাদের মধ্যে অন্যতম কিশোর কর, পশ্চিম বাংলার প্রায় প্রতিটি জেলার কর্মীদের সাথে তঁার সুসম্পর্ক বিদ্যমান। রাজ্য কিংবা কেন্দ্রের কোন নেতৃত্বের সাথে সরাসরি দেখা করিয়ে দেওয়া থেকে কিভাবে একজন ভালো কর্মী হওয়া যায়, সেই সম্পর্কে ও ভালো উপদেশ দিতেন তিনি।
এভাবেই হুগলি লোকসভায় সফল হন।
তাই এবার শহর কোলকাতার মতো জায়গায় যেখানে তৃনমুলের শক্তঘাটি, সেখানে সফলতা পাওয়া কতটা চ্যালেঞ্জ তা সময়ই বলে দেবে।
বিজেপির উত্তর কোলকাতার সভাপতি নির্বাচিত হলেন শ্রী কিশোর কর
সুমিত মজুমদার
কোলকাতা |শান্ত প্রকৃতির এবং জন দরদী খ্যাত কিশোর কর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি জেলার অব্জার্ভারের দায়িত্ব নিয়েই বাজিমাত করার পর থেকেই কেন্দ্রীয় এবং রাজ্য
নেতৃত্বের মন জয় করেন,
এবারের লোকসভা নির্বাচনে কোলকাতায় খারাপ ফল হওয়ায় অমিত শাহের রোষের মুখে পড়তে হয় রাজ্য নেতৃত্ব কে।
জেলার অন্যতম সফল সাংগঠনিক দায়িত্ব সামলানো কার্যকর্তাদের উপর ভরসা রেখে কোলকাতায় বিজেপি কে শক্তি শালী করতে দায়িত্ব তুলে দেওয়া হলো। যাদের মধ্যে অন্যতম কিশোর কর, পশ্চিম বাংলার প্রায় প্রতিটি জেলার কর্মীদের সাথে তঁার সুসম্পর্ক বিদ্যমান। রাজ্য কিংবা কেন্দ্রের কোন নেতৃত্বের সাথে সরাসরি দেখা করিয়ে দেওয়া থেকে কিভাবে একজন ভালো কর্মী হওয়া যায়, সেই সম্পর্কে ও ভালো উপদেশ দিতেন তিনি।
এভাবেই হুগলি লোকসভায় সফল হন।
তাই এবার শহর কোলকাতার মতো জায়গায় যেখানে তৃনমুলের শক্তঘাটি, সেখানে সফলতা পাওয়া কতটা চ্যালেঞ্জ তা সময়ই বলে দেবে।